Advertisment

ভোররাতে কানপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, কমপক্ষে ৫ জনের মৃত্যু

দুর্ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক জানিয়ে টুইট বার্তা প্রিয়াঙ্কা গান্ধীরও।

author-image
IE Bangla Web Desk
New Update
Gujarat government gives Indian citizenship to 41 Pakistani Hindus

পাকিস্তানি হিন্দুদের নাগরিকত্ব প্রদান।

উত্তরপ্রদেশের কানপুরে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

Advertisment

জানা গিয়েছে, সোমবার ভোররাতে কানপুরের ঘণ্টাঘর ও ততমিল চৌরাহার মাঝে এই দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে পরপর সংঘর্ষ তিনটি গাড়ি ও একাধিক বাইকের। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই বিপত্তি কিনা তা এখনও স্পষ্ট নয়। কানপুর পূর্ব জোনের ডিসিপি জানিয়েছেন, ঘণ্টাঘর ও ততমিল চৌরাহার মাঝে এদিন এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছোয় পুলিশ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে তিনটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পাশে থাকা বেশ কয়েকজন পথচারীও দুর্ঘটনার জেরে আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর থেকে খোঁজ নেই বাসচালকের। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে, বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাষ্ট্রপতি কোবিন্দ এদিন টুইটে লিখেছেন, ''কানপুরে বাস দুর্ঘটনায় বহু হতাহতের খবরে গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।''

আরও পড়ুন- একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনায় মৃত ৯৫৯

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লিখেছেন, ''কানপুর থেকে একটি সড়ক দুর্ঘটনার খুব দুঃখজনক খবর পেলাম। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।''

Read full story in English

bus accident accident Kanpur
Advertisment