শুক্রবার সকালে লাদাখের সায়ক নদীতে ভারতীয় সেনার একটি গাড়ি পড়ে গিয়ে কমপক্ষে সাতজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। জখম আরও এক ডজন সেনা। তুরতুক সেক্টরে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের বিমানে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, শুক্রবার সকাল ৯টা নাগাদ ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। থোয়াইসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনার ওই গাড়িটি রাস্তা থেকে ছিটকে ৫০-৬০ ফুট নিচে সায়ক নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরেই ২৬ জন জওয়ানকে উদ্ধার করে পারতাপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং লেহ থেকে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক দলও পাঠানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, 'আহতদের সব থেকে ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সবধরণের প্রচেষ্টা চলছে। যার মধ্যে আরও গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনীকে অনুরোধ করা হয়েছে।'
এ দিনের দুর্ঘটনায় মৃত ভারতীয় সেনার বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read in English