সামনেই খুশির ঈদ। আর সেই অনুষ্ঠান কে সামনে রেখেই এক দান সামগ্রী অনুষ্ঠানের আয়জোন করেছিলেন ইয়েমেনের ব্যবসায়ীরা। সেই উপলক্ষে সেখানে জড়ো হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের। আহত হয়েছেন আরও শ’তিনেক মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় নিয়ন্ত্রণ করতে শূন্যে গুলি চালানো হয়। তাতেই ঘটে বিপত্তি। বৈদ্যুতিক তারে বিস্ফোরণের ঘটনা ঘটতেই মানুষজন ভয়ে পালাতে শুরু করেন। পদপিষ্ট হয়ে নারী-শিশুসহ ৮৫ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, অনুষ্ঠানটি রাজধানী সানায় আয়োজন করা হয়। যেখানে শ’য়ে শ’য়ে দরিদ্র মানুষ জড়ো হয়েছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্রদের দান সামগ্রী অনুষ্ঠানের আয়োজন করেন সেখানকার ব্যবসায়ীরা। এর মাঝেই ঘটে বিপত্তি।
আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল-মারউনি বলেছেন যে এ পর্যন্ত ৮৫ জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণকের তরফে জানানো হয়েছে আয়োজক সংস্থার ২ কর্নধারকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।