Advertisment

উত্তাল সমুদ্রে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যুমিছিল…! চোখের নিমেষেই হারিয়ে গেল প্রিয়জন

জাহাজটিতে প্রায় ৭৫০ জন যাত্রী ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
migrant shipwreck, migrant boat capsizes, greece shipwreck, international waters boat, drowning, kalamata, world news"

ভয়াবহ নৌকাডুবি। মৃত্যু-হাহাকার বুকফাটা কান্ন, চোখের সামনেই তলিয়ে মৃত্যু অসংখ্য মানুষের। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই আধিকারিকরা জানিয়েছেন।  

Advertisment

বুধবার গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী বোঝাই একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছে্ন বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছে, জোরকদমে চলছে উদ্ধারকার্য। এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৩০ মিশরীয়, ১০ জন পাকিস্তানি, ৩৫ জন সিরিয়ান এবং দুজন ফিলিস্তিনি। দক্ষিণ গ্রিসের পেলোপনিস অঞ্চল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, জাহাজটিতে প্রায় ৭৫০ জন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে তল্লাশি অভিযান। রয়েছে কোস্টগার্ড এবং নৌবাহিনীর জাহাজ, বিমান বাহিনীর হেলিকপ্টার এবং ড্রোন। ইতালিগামী জাহাজটি পূর্ব লিবিয়ার টোব্রুক অঞ্চল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ইতালী কোস্টগার্ড গ্রীক কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছে। উদ্ধারকৃত শরণার্থীদের দক্ষিণ বন্দর কালামাতায় রাখা হয়েছে। তাদের খাবার-জল-জামাকাপড় ইত্যাদির পাশাপাশি চিকিৎসা্র ব্যবস্থাও করা হয়েছে। গ্রিক কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে গিয়েছে। সমস্যা ও অর্থনৈতিক সংকটের কারণে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইউরোপে পাড়ি দিচ্ছেন।

accident
Advertisment