Atal Bihari Vajpayee: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আগামী ২২ অগাস্ট পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালিত হবে। সাতদিনই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সর্বত্র।
বুধবার বিকেল পাঁচটায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থির করেছে, নয়াদিল্লির স্ম়ৃতিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে। ওই দিন দুপুরের পর সারা দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতর অর্ধদিবস ছুটি থাকবে। ছুটি থাকবে কেন্দ্রীয় সরকার পোষিত সমস্ত অফিসও। দিল্লি এনসিটি-র সমস্ত দফতরও বুধবার অর্ধদিবস ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, অটলবিহারী বাজপেয়ীর কলকাতার ঠিকানা, বেরিয়াল হাউস থেকে
অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকপালনে শামিল হয়েছে এ রাজ্যও। রাজ্য সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ রাজ্যের সব দফতরে আগামিকাল অর্ধদিবস ছুটি থাকবে। শুধু রাজ্য সরকারি দফতরই নয়, রাজ্য সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান ও সরকারি স্কুল কলেজও আগামিকাল অর্ধদিবস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এ রাজ্যের পাশাপাশি প্রতিবেশী ত্রিপুরাও জাতীয় শোকের কথা ঘোষণা করেছে। সেখানেও সর্বত্র আগামী ২২ তারিখ পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।