Advertisment

Baltimore Bridge collapse: ব্রিজে ধাক্কার আগেই জাহাজে চলে যায় বিদ্যুৎ, ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৬

ব্রিজটি ১৯৭৭ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এদিকে বাল্টিমোর ব্রিজ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Baltimore Bridge accident,US President Joe Biden, Baltimore bridge collapse, Baltimore,Major accident in Baltimore, cargo ship collides with bridge, fear of many deaths, US Baltimore Bridge, Cargo Ship Hits US Bridge, Francis Scott Key Bridge Collapse

পণ্যবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাল্টিমোরে ব্রিজ

পণ্যবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাল্টিমোরে ব্রিজ। দুর্ঘটনার জেরে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। নদীতে চলছে উদ্ধার অভিযান। মার্কিন কর্মকর্তাদের মতে, জাহাজের ক্রুরা সংঘর্ষের আগে বৈদ্যুতিক সমস্যার কথা জানিয়েছিলেন। জাহাজের ধাক্কায় যে বাল্টিমোর ব্রিজটি ভেঙে যায় সেটি অনেক পুরনো। হাজার কোটি টাকা ব্যয়ে এটি প্রস্তুত করা হয় এই ব্রিজ। ব্রিজটি ১৯৭৭ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এদিকে বাল্টিমোর ব্রিজ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় দূতাবাস আমেরিকার বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে বর্ণনা করেছে।

Advertisment

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোরে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় বাল্টিমোরের ফ্রান্সিস স্কট ব্রিজ ভেঙে পড়াড় ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে বর্ণনা করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে জাহাজে দুই পাইলট-সহ মোট ২২ জন কর্মী ছিলেন। তাঁদের সকলেই ভারতীয়। এ ঘটনায় ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যারা সে সময় ব্রিজের উপর কাজ করছিলেন।
সোমবার গভীর রাতে জাহাজের সঙ্গে ব্রিজের' একটি পিলারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এসময় জাহাজটিতে আগুন ধরে যায়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনার পর কর্মকর্তারা জানিয়েছেন, 'দুর্ঘটনার আগে জাহাজটিতে কিছু 'বৈদ্যুতিক' সমস্যার কথা জানা গিয়েছে। সেতুর সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ আগে একটি বার্তা পাঠানো হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্টে বলেছে, "বাল্টিমোরে ব্রিজ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা"।

বিপাকে কংগ্রেস- Lok Sabha elections 2024: আইটি গুঁতোয় ‘পঙ্গু’ কংগ্রেস! হিসাব বর্হিভূত লেনদেনে ভোটের আগেই চরম বিপাকে রাহুল-সনিয়া

এদিকে সিনার্জ মেরিন গ্রুপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে পন্যবাহী জাহাজটিতে ২২ জন ক্রু মেম্বার ছিলেন তারা সকলেই ভারতীয় ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, দুই পাইলটসহ সকল ক্রু মেম্বার নিরাপদ রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার কারণে কোন সমুদ্রে কোন দূষণের সৃষ্টি হয়নি। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে এবং ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেছেন যে বাহিনী আপাতত উদ্ধার অভিযান বন্ধ করেছে। নিখোঁজ শ্রমিকরা আর জীবিত নেই বলেই ধারণা উদ্ধারকারীদের।
কী বললেন জো বাইডেন?
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন হোয়াইট হাউসে এক বিবৃতিতে বলেছেন, "বোর্ডে থাকা ক্রুরা মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনকে সতর্ক করেছিল যে তারা তাদের জাহাজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। যার ফলে স্থানীয় কর্মকর্তারা সেতুটি ভেঙে যাওয়ার আগে সেতুতে যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিল। এর ফলে নিঃসন্দেহে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।” বাল্টিমোরে দুর্ঘটনার পর এই দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি। প্রেস কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট বিডেন বলেন, "ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে, একজন অক্ষত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পিছনে কোন ধরণের নাশকতার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন তিনি।

USA Bridge Collapse
Advertisment