Advertisment

উৎসবের মরসুমে বিমান ভাড়ায় ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা, LPG-এর পর আকাশছোঁয়া বিমান জ্বালানি

উৎসবের মরসুমে সাধারণ মানুষকে জোড়া ধাক্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
ATF price hike, ATF, LPG, LPG price rise, ATF price rise, commercial LPG price rise, LPG news, ATF news, jet fuel price, petrol price, petrol price rise, oil price, ATF news, oil news, business news Indian Express"

উৎসবের মরসুমে সাধারণ মানুষকে জোড়া ধাক্কা।

অপরিশোধিত তেলের দাম বাড়ায় ফের দামি হল বিমানের জ্বালানি, বাড়তে পারে টিকিটের দাম। আজ থেকে বিমান জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল কোম্পানিগুলো। নতুন দামগুলি ১ অক্টোবর, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য, অপরিশোধিত তেলের দাম বাড়ার পর এটিএফ-এর দাম বেড়েছে। জুলাই থেকে এখন পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ৩০ শতাংশ বেড়েছে এবং শুধুমাত্র সেপ্টেম্বরেই ১৫ শতাংশের অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

Advertisment

উৎসবের মরসুমে সাধারণ মানুষকে জোড়া ধাক্কা। ১লা অক্টোবর থেকে মূল্যবৃদ্ধির কবলে পড়েছেন আমআদমি। একদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ২০৯ টাকা। অপরিশোধিত তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে তেল কোম্পানিগুলো আবারও এয়ার টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম বাড়িয়েছে। ১ অক্টোবর থেকে এভিয়েশন ফুয়েলের দাম বেড়েছে প্রায় ৫,৭৭৯ টাকা/কেএল। এর আগে সেপ্টেম্বরেও এই দাম বাড়ানো হয়েছিল। বিমানের জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব আগামী দিনে টিকিটের দামেও প্রভাব ফেলবে বলেই আশঙ্কা।

রবিবার পাবলিক সেক্টর পেট্রোলিয়াম কোম্পানিগুলির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এর দাম প্রতি কিলোলিটারে ৫,৭৭৯.৮৪ টাকা বা ৫.১ শতাংশ বেড়ে ১,১২,৪১৯. ৩৩ টাকা থেকে ১,১৮,১৯৯.১৭ টাকা হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর, বিমান জ্বালানির দামে সবচেয়ে বেশি ১৪.১ শতাংশ বৃদ্ধি হয়। সেই সময়ে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে ১৩,৯১১.০৭ টাকা বেড়েছিল।

এর আগে ১ আগস্ট, বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৮.৫ শতাংশ বা ৭,৭২৮.৩৮ টাকা বাড়ানো হয়েছিল। এটি উল্লেখযোগ্য যে এটি এভিয়েশন ফুয়েলের দামে এই নিয়ে টানা চার বার বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই, এটিএফের দাম বেড়েছে ১.৬৫ শতাংশ বা ১৪৭৬.৭৯ টাকা প্রতি কিলোলিটার। জেট ফুয়েলের দাম চার বারে রেকর্ড ২৯,৩৯১.০৮ টাকা প্রতি কিলোলিটারে বেড়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) আগের গড় আন্তর্জাতিক মূল্যের উপর ভিত্তি করে প্রতি মাসের ১ তারিখে LPG এবং ATF-এর দাম নির্ধারণ করে। পেট্রোল এবং ডিজেলের দাম টানা ১৮ মাস স্থিতিশীল রয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৬২ টাকা।

মেট্রো শহরে ATF-এর দাম জেনে নিন-
দিল্লি - প্রতি কিলোলিটার ১,১৮,১৯৯.১৭ টাকা
কলকাতা- প্রতি কিলোলিটার ১,২৬,৬৯৭.০৮টাকা
মুম্বই- প্রতি কিলোলিটার ১,১০,৫৯২.৩১ টাকা
চেন্নাই- ১,২২,৪২৩.৯২ টাকা প্রতি কিলোলিটার

flight
Advertisment