Advertisment

শহরে রাত ৯ টার পর এটিএমে টাকা ভরা হবে না, গ্রামাঞ্চলে সময়সীমা সন্ধে ৬ টা

মাওবাদী অধ্য়ুষিত এলাকায় এটিএমে টাকা ভরার জন্য় সময়সীমা ধার্য করা হয়েছে বিকেল ৪টে পর্যন্ত। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই নয়া নির্দেশিকা বলবৎ করছে স্বরাষ্ট্রমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
atm, এটিএম

আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এটিএম সুরক্ষায় একগুচ্ছ নির্দেশিকা চালু করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ফাইল ছবি।

কলকাতায় এটিএম প্রতারণার ঘটনার স্মৃতি এখনও দগদগে। শুধু কলকাতাতেই নয়, দেশের অন্য়ান্য় শহরেও এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা আকছাড় ঘটছে। কখনও এটিএম থেকে টাকা লুঠ করা হচ্ছে তো কখনও এটিএমের ভল্ট ভেঙে টাকা নেওয়া হচ্ছে। কখনও বা এটিএমে টাকা ভরার গাড়িতে হামলা চালানো হচ্ছে। এমন হাজারো ঘটনা এড়াতে এবার এটিএম নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার। এটিএমের নিরাপত্তার স্বার্থে আরও পদক্ষেপ করছে কেন্দ্র। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এটিএম সুরক্ষায় একগুচ্ছ নয়া নির্দেশিকা চালু করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisment

শহরাঞ্চলে রাত ৯টার পর কোনও এটিএমে টাকা ভরা যাবে না। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই সময়সীমা সন্ধে ৬টা পর্যন্ত করা হচ্ছে। অন্য়দিকে মাওবাদী অধ্য়ুষিত এলাকায় এটিএমে টাকা ভরার জন্য় সময়সীমা ধার্য করা হয়েছে বিকেল ৪টে পর্যন্ত। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই নয়া নির্দেশিকা বলবৎ করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। যেসব এজেন্সি ব্য়াঙ্ক থেকে টাকা নিয়ে এটিএমে ভরে, তাদের দিনের প্রথমদিকে ব্য়াঙ্কগুলো থেকে টাকা তোলার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে ওই সময়ের মধ্য়ে এটিএমগুলোতে তারা টাকা ভরতে পারে।

শুধু তাই নয়, এটিএমে টাকা ভরার সময় আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মোতাবেক, এটিএমে টাকা ভরার গাড়িতে একজন চালক, দু'জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী, দু'জন এটিএম আধিকারিককে থাকতে হবে। এমনকি, গাড়িতে কে কোথায় বসবেন তাও বাতলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নয়া নির্দেশিকা অনুযায়ী, গাড়িতে চালকের পাশে বসবেন একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। আরেক রক্ষী বসবেন গাড়ির পিছন দিকে। সবসময় গাড়িতে একজন সশস্ত্র রক্ষী থাকা বাধ্য়তামূলক। মোদ্দা কথা, কোনওভাবেই যেন গাড়ি রক্ষীহীন হয়ে না পড়ে।

আরও পড়ুন, এটিএম জালিয়াতি কাণ্ডে জালে আরও দুই রোমানিয়ান

এতেই শেষ নয়, এটিএম আধিকারিক হিসেবে যাঁদের নিযুক্ত করা হবে, তাঁদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য় রাখতে হবে। প্রয়োজনে এটিএমে টাকা ভরার নিরাপত্তায় প্রাক্তন কোনও সেনাকর্মীকেও কাজে লাগানো হতে পারে। এটিএমে টাকার গাড়িতে সিসিটিভি বসানো থাকবে। গাড়ির সামনে তিনটি ক্য়ামেরা বসানো থাকবে। এছাড়াও গাড়িতে জিপিএস সিস্টেম বসানো হবে, থাকবে অগ্নিনির্বাপণ ব্য়বস্থাও। এটিএমের টাকার গাড়িতে হামলা হলে তা জানার জন্য় থাকছে বিশেষ আপৎকালীন আলো, থাকছে বিশেষ অ্য়ালার্মও।

national news ATM
Advertisment