আত্মনির্ভর ভারত শুধু সরকারি প্রকল্প নয়, আত্মনির্ভর ভারত জাতীয় উন্মাদনা। মন কি বাত অনুষ্ঠানে এভাবেই আত্মনির্ভর ভারত নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী। এদিন মন কি বাতের ৭৪তম পর্বে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেই বেতার বার্তায় তিনি বলেছেন, 'আপনারা ভারতীয় বিজ্ঞানীদের থেকে শিখুন। এবং আঞ্চলিক ভাষায় ক্রীড়া সরঞ্জাম তৈরিতে উদ্যোগী হোন।'
তাঁর দাবি, 'আত্মনির্ভর ভারত ক্রমশ জনগণের আবেগের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। দেশের অনেক সাধারণ মানুষ এখন অসাধারণ কাজ করছেন। বাড়িতে বসেই তাঁরা নতুন ভাবে উদ্ভাবন করছেন।'
এই অনুষ্ঠানের ফাঁকে বারানসী বিশ্ববিদ্যালয়ের একটা ক্রিকেট টুর্নামেন্টের কমেন্ট্রি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের কমেন্ট্রি সংস্কৃতে করা হয়েছে। সেই কমেন্ট্রি শেষে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের আঞ্চলিক ভাষায় স্পোর্টস কমেন্ট্রি চালু করা উচিত। আমাদের সেই কমেন্ট্রির প্রচার শুরু করা উচিত। দেশের ক্রীড়া মন্ত্রক আর বেসরকারি সংস্থাগুলো এবিষয়ে উদ্যোগ নিক।'
এদিন তিনি তামিল ভাষার প্রচারেও জোর দেন। বলেন, 'আমার একটা খেদ রয়েছে তামিল ভাষা শিখে উঠতে পারিনি। বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা। এই ভাষায় সাহিত্য ও কবিতার গুণগত মান সর্বজনবিদিত।'
এদিন তিনি জল সংরক্ষণ, কর্মসংস্থান, অতিমারীর বিরুদ্ধে লড়াই নিয়ে দেশবাসীর সংকল্পের প্রসঙ্গ উত্থাপন করেন। আগামি পরীক্ষাগুলোর জন্য পড়ুয়াদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।