২০১৬ সালের ডিসেম্বর আতংক ফিরে এল। সেবার কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে দীর্ঘ সময় জুড়ে হয়রানি পোয়াতে হয়েছিল সারা দেশের আম-আদমিকে। সেই ছবিরই পুনরাবৃত্তি হল মঙ্গলবার। কোনও এটিএমে টাকা নেই। হয়রান হচ্ছেন মানুষ। হায়দরাবাদ, ভোপাল, সুরাত, দিল্লি, বারাণসীতে সহ দেশের বিভিন্ন রাজ্যে আচমকাই শুরু হয়েছে নগদ সংকট। সংকট দেখা গেছে ব্য়াঙ্কের শাখাগুলিতেও।
এ তালিকায় রয়েছে বিহার, গুজরাত ছাড়াও রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। এ সব রাজ্যগুলির বেশিরভাগেই ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। স্বাভাবিক ভাবেই মোদি সরকারকেই দুষছেন রাজ্য়বাসীরা। বিরোধীরাও আঙুল তুলছেন তাঁর দিকে।
আরও পড়ুন: দেশে আবারও নোটের আকাল, কে কী ট্যুইট করলেন?
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ট্য়ুইট করে জানিয়েছেন বাজারে আর্থিক চাহিদা হঠাৎই বেড়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে, তাঁর আশ্বাস খুব শীঘ্রই পরিস্থিতি আয়ত্তে আনা যাবে। রিজার্ভ ব্যাঙ্কর তরফে জানানো হয়েছে, এই সমস্য়া সাময়িক, ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে তাঁরা।