লন্ডনের ভারতীয় হাইকমিশনে খালিস্তানি আক্রমণের ঘটনায় এবার অসমের ডিব্রুগড়ে জেলেই জেরা অমৃতপাল ও তার ৯ সহযোগীকে। ১৯ মার্চ খালিস্তানি সমর্থকদের একটি দল ব্রিটেনে ভারতীয় হাইকমিশনে হামলা চালিয়ে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে যায় দেশজুড়ে। ঘটনার তীব্র নিন্দা জানায় ভারতও।
এই ঘটনার তদন্তে নেমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান অমৃতপাল সিং সহ নয় সহযোগীকে জেরা করেছে। লন্ডনের বিক্ষোভের বিষয়ে সামনে আসে পাক যোগ। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-কে নির্দেশ দেয় এই বিষয়ে একটি FIR দায়ের করার। UAPA-এর অধীনে একটি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। পরে তদন্তভার NIA কে হস্তান্তর করা হয়।
সূত্রে খবর এবার এই ঘটনায় অমৃতপাল ও তার ঘনিষ্ঠ সহযোগীদের জেরা করল NIA। এজেন্সি, গত মাসে লন্ডনে একটি টিম পাঠিয়ে হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, সোমবার এই সংক্রান্ত পাঁচটি ভিডিও প্রকাশ করে, সাধারণ জনগণকে হাইকমিশন ভাঙচুরের চেষ্টাকারী ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে বলেছে NIA। এনআইএ দল লন্ডনে যাওয়ার আগে অমৃতপাল ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করেছিল। এপ্রসঙ্গে এক শীর্ষ প্রশাসনিক কর্তা জানিয়েছেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরে, এনআইএ দিল্লির একটি আদালতের অমৃতপালকে জেরার অনুমতি চায়। চার দিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় আদলত”।
এনআইএ তার অফিসিয়াল ওয়েবসাইটে ঘটনার পাঁচটি ভিডিও প্রকাশ করেছে, সেই সঙ্গে টুইটার অ্যাকাউন্টে লিঙ্কটি শেয়ার করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চেয়ে পরিচয় গোপন রাখার শর্তে NIA সাধারণের কাছে একটি আবেদনও করেছে। বিক্ষোভ চলাকালীন, হাইকমিশনের এক কর্মী অভিযোগ করেছিলেন বিক্ষোভকারীরা তার ওপর হামলা চালায়। তেরঙ্গা নামানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতে বাঁধা দেওয়ায় তাকে টার্গেট করা হয়। পাশাপাশি তিনি জানিয়েছেন সেদিনের ঘটনায় হাইমিশনের সম্পত্তির "ব্যাপক ক্ষতি" হয়েছে।