scorecardresearch

উমর খালিদের উপর হামলার দায় নিল দুই যুবক!

খালিদের উপর হামলা চালানোর দাবি জানিয়ে একটি ভিডিওতে মুখ খুলেছে দুই যুবক। ওই ভিডিওতে দুই যুবককে বলতে শোনা গিয়েছে যে, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে উপহার দেওয়ার জন্যই তারা উমর খালিদের উপর হামলা চালিয়েছিল।

umar khalid, উমর খালিদ
জেএনইউ ছাত্রনেতা উমর খালিদ। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জেএনইউ ছাত্রনেতা উমর খালিদের উপর হামলার ঘটনা নয়া মোড় নিল। খালিদের উপর হামলা চালানোর দাবি জানিয়ে একটি ভিডিওতে মুখ খুলেছে দুই যুবক। ওই ভিডিওতে দুই যুবককে বলতে শোনা গিয়েছে যে, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে উপহার দেওয়ার জন্যই তারা উমর খালিদের উপর হামলা চালিয়েছিল। ভিডিওতে ওই দুই যুবক এও বলেছে যে, তারা নিজেরাই ১৭ অগাস্ট শিখ বিপ্লবী কার্তার সিং সারাভার বাড়ির সামনে থেকে আত্মসমর্পণ করবে। শুধু তাই নয়, এ ঘটনায় তাদের জন্য যাতে আর কাউকে পুলিশি হয়রানির মুখে পড়তে না হয়, সে ব্যাপারেও আর্জি জানিয়েছে ওই দুই যুবক। ৪ মিনিটের ওই ভিডিও ইতিমধ্যেই হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে এক যুবকের হাতে জাতীয় পতাকা দেখা গিয়েছে।

ওই দুই যুবককে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবকের মধ্যে একজনের নাম সারবেশ শাহপুর ও অপরজনের নাম নবীন দালাল। এ প্রসঙ্গে দিল্লির স্পেশাল সেলের এক পুলিশ আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘যদি ওদের দাবি সত্যি হয়, তবে ওদের গ্রেফতার করা হবে।’’ ওই দুই যুবককে হাতের নাগালে পেতে হরিয়ানা ও পাঞ্জাব পুলিশের সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ। হরিয়ানা বা পাঞ্জাবের কোনও জায়গা থেকে ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গতকাল দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল ঘটনাস্থলে যায়। উমর খালিদের পাশাপাশি হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে পুলিশ। সোমবার উমর খালিদের উপর যে ব্যক্তি হামলা চালায়, সিসিটিভি ফুটেজ দেখে তার সঙ্গে ওই দুই যুবকের মিল আছে কিনা তা দেখা হচ্ছে।

আরও পড়ুন, উমর খালিদের উপর হামলা, পুলিশের হাতে রহস্যজনক ফোন নম্বর

গত সোমবার দিল্লির রফি মার্গে কনস্টিটিউশন ক্লাবের বাইরে একটি চায়ের দোকানে জেএনইউ ছাত্রনেতা উমর খালিদের উপর হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই ব্যক্তি গুলি চালায় বলে দাবি করেছেন উমর। যদিও সে গুলি তাঁর গায়ে লাগেনি বলে দাবি ছাত্রনেতার। যে ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি বলে খানিকটা সমালোচনার মুখেও পড়তে হয় দিল্লি পুলিশকে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Attack on umar khalid two men claim responsibility delhi