scorecardresearch

ফের অরুণাচলের এলাকার নামকরণ করল চিন, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ভারতীয় ভূখণ্ডের রাজ্য অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে যাচ্ছে চিন।

India_China
প্রতীকী ছবি

ফের অরুণাচলের একাধিক এলাকার নামকরণ করল চিন। যা ঘিরে সংঘাতের পরিস্থিতি ভারত-চিনের মধ্যে। চিনা, তিব্বতীয় এবং পিনইন ভাষায় নামকরণ করেছে চিন। ভারতীয় ভূখণ্ডের রাজ্য অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে যাচ্ছে চিন। এবার চিনকে পাল্টা কড়া বার্তা দিল নয়াদিল্লি।

মঙ্গলবার চিনের এই ষড়যন্ত্রকে তোপ দেগেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “আমরা এই রিপোর্ট পেয়েছি। চিন এটা প্রথমবার করেনি। আগেও আমরা এই চেষ্টাকে নস্যাৎ করেছি। অরুণাচল প্রদেশ আগে, বর্তমান এবং ভবিষ্যতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে। কোনও নামকরণ করলেই সত্যিটা পাল্টে যাবে না।”

রবিবার চিনা মন্ত্রক অরুণাচলের ১১টি এলাকার নয়া নামকরণ করেছে। তিব্বতের দক্ষিণ ভাগ জ্যাংগাম হিসাবে দেখানো হয়েছে অরুণাচলকে। চিনা মন্ত্রিসভা সেই জায়গাগুলির নামের তালিকা প্রকাশ করেছে। এই এলাকাগুলির মধ্যে দুটি সমতল, দুটি আবাসিক, পাঁচটি পার্বত্য এবং দুটি নদী অববাহিকা রয়েছে। এর আগে ২০১৭ সালে অরুণাচলের ৬টি জায়গার নামকরণ করেছিল চিন। তার পর ২০১৫ সালে ১৫টি আর এবার ১১টি এলাকার নামকরণ করেছে চিন।

আরও পড়ুন হিন্দুধর্মকে ধ্বংস করতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমেরিকায় নিন্দা প্রস্তাব পাস

সবার প্রথম ২০১৭ সালে দলাই লামা অরুণাচলে সফর করতে এলে চিন নামকরণ করে এলাকাগুলির। চিন বরাবরই তিব্বত এবং বৌদ্ধ ধর্মগুরুকে স্বীকৃতি দেয়নি। ১৯৫৯ সালে দলাই লামা তিব্বত থেকে চিনা আগ্রাসনের হাত থেকে পালিয়ে অরুণাচলের তাওয়াং হয়ে ভারতে আশ্রয় নেন। ১৯৫০ সালে চিন তিব্বত দখল করে নেয়।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Attempts to assign invented names india reacts after china renames 11 places in arunachal