জল নিয়ে বিবাদের জেরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। শুক্রবার রাতে দুই দলের সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, জখম হয়েছেন ৩০ জন। বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কয়েকটি গাড়িতেও আগুন লাগানো হয়েছে বলে খবর। গতরাতে জল নিয়ে গোলমালের জেরে দুই দলের সদস্যরা রাস্তায় নেমে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ।
Clash between two groups in Maharashtra’s Aurangabad last night, many shops and vehicles set ablaze. Police use teargas shells. Section 144(prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the city pic.twitter.com/tPb3j0Ua1A
— ANI (@ANI) May 12, 2018
আরও পড়ুন, আবার বেঁফাস মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের, এবার আলোচনায় রবি ঠাকুরের নোবেল
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, এলাকায় ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে। অশান্তি এড়াতে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন, উন্নাওয়ের ঘটনায় নয়া মোড়, কুলদীপ ধর্ষণই করেছে, জানাল সিবিআই
এ ঘটনা নিয়ে ট্যুইটারে সরবও হয়েছেন অনেকে।
Communal Riot Aurangabad,shops have burned ,report of death 1 person due to police firing shops near Shahganj Masjid,Angori Bagh ,Nawabpura damaged @CMOMaharashtra should order a probe especially the role Racchu PAHELWAN ,send additional forces Peace must prevail @imtiaz_jaleel
— Asaduddin Owaisi (@asadowaisi) May 12, 2018
Aurangabad CP Milind Bharambe appeals for peace. Section 144 of the CrPC imposed in Aurangabad city. Situation has been brought under control.@IndianExpress pic.twitter.com/tUJqyEDSnQ
— Rashmi Rajput (@RashmiRajput123) May 12, 2018
#Maharashtra: Shops, vehicles set ablaze after clashes in #Aurangabad; section 144 imposedhttps://t.co/cA461RUK1d pic.twitter.com/sPoZh4ngLc
— Financial Express (@FinancialXpress) May 12, 2018