scorecardresearch

ঔরঙ্গাবাদে ট্রেনের চাকায় পিষ্ট ১৬ পরিযায়ী শ্রমিক

লকডাউনে ৪০ দিনেরও বেশি সময় ধরে মহারাষ্ট্রে আটকে পড়েছিলেন মধ্যপ্রদেশের এই শ্রমিকরা। নিজেদের বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে রেল লাইনেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা।

ঔরঙ্গাবাদে ট্রেনের চাকায় পিষ্ট ১৬ পরিযায়ী শ্রমিক

ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১৬ জন পরিযায়ী শ্রমিকের। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লকডাউনে ৪০ দিনেরও বেশি সময় ধরে মহারাষ্ট্রে আটকে পড়েছিলেন মধ্যপ্রদেশের এই শ্রমিকরা। হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে রেল লাইনেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। ঘুমের মধ্যেই শ্রমিকদের পিষে দিয়ে চলে যায় খালি তেল বহনকারী ট্রেনটি।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের জালনা থেকে ভূস্বাল যাচ্ছিল পরিযায়ী শ্রমিকরা। রেল ট্র্যাকে বেশ কয়েকজন মানুষকে ঘুমোতে দেখে হর্ন দেন মোটর ম্যান। ট্রেনটিকে থামানোরও চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন ৫ জন। এঁদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে পুলিশ সূত্রে খবর।

ঔরঙ্গাবাদ ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। এতে খুবই কষ্ট পেয়েছি। চরম দুঃখ-কষ্ট করেছেন। রেলমন্ত্রী পিযূস গোয়েলের সঙ্গে কথা হয়েছে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। প্রয়োজনীয় সব সহায়তা করা হবে।’

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Aurangabad maharastra migrant workers run over