scorecardresearch

এবার কী ঔরঙ্গাবাদের নাম বদল? মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক, তোপ শরিক কংগ্রেসের

‘ঔরঙ্গজেব মোটেই ধর্মনিরপেক্ষ ছিলেন না। রাজ্যের জোট সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্মনিরপেক্ষতা। কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব সেই ধারণার সঙ্গে খাপ খান না।’

uddhav thackeray, উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরে

‘ঔরঙ্গজেব ধর্মনিরপেক্ষ নন।’ ঔরঙ্গাবাদে দাঁড়িয়ে এই দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই নিজের টুইটারে ঔরঙ্গাবাদকে সম্ভাজিনগর বলে সম্বোধন করেছেন শিবসেনা প্রধান। তাহলে কী এবার পুরনো সঙ্গী বিজেপির পথে হেঁটে শহরের নাম বদলের পথে মাহারাষ্ট্রের জোট সরকরা? ওরঙ্গাবাদের নাম পরিবর্তনের ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে হইচই। যদিও উদ্ধব ঠাকরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে রাজ্য সরকারের শরিক কংগ্রেস।

চলতি বছরই ঔরঙ্গাবাদে স্থানীয় নির্বাচন রয়েছে। তার আগে সেখানে গিয়ে মরাঠা আবেগকেই উস্কে দিতে চেয়েছেন শিবসেনা প্রধান। ঔরঙ্গাবাদে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ঔরঙ্গজেব মোটেই ধর্মনিরপেক্ষ ছিলেন না। রাজ্যের জোট সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্মনিরপেক্ষতা। কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব সেই ধারণার সঙ্গে খাপ খান না।’

গত কয়েকদিন ধরেই নিজের টুইটারে ঔরঙ্গাবাদকে ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজির নামে সম্বোধন করছেন উদ্ধব ঠাকরে। যা কোনও মতেই খারাপ নয় বলে দাবি তাঁর। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কি নতুন কিছু বলছি। গত কয়েক দশক ধরে শিবসেনা সুপ্রিমো বালা সাহেব ঠাকরে যা বলতেন আমি সেঠাই বলেছি।’

নাম বদল ইস্যুতে অবশ্য মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে অবশ্য সতর্ক করেছে জোট শরিক কংগ্রেস। রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা মহারাষ্ট্রে কংগ্রেস নেতা অশোক চহ্বান বলেছেন, ‘তিন দল মিলে সরকার চালাচ্ছে। ঔরঙ্গাবাদের নাম বদলের বিষয়টি সরাকরে কাছে অগ্রাধিকার নয়। এ বিষয়ে তিন গলের সমন্বয় কমিটিতে আলোচনা হতে পারে।’ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর জোট ধর্ম পালন করার বাণীকে মনে করিয়ে দিয়েছেন চহ্বণ।

মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি তথা রাজস্বমন্ত্রী বালাসাহবে থোরাট বলেন, ‘শহরের নাম বদল নিয়ে অযথা রাজনীতি ও বিতর্ক চাইছি না। আমরা মুখ্যমন্ত্রীকে বোঝাবো।’

শরিকের দাবির জবাবে শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত অবশ্য উদ্ধব ঠাকরেকে ছাল করে বলেন, ‘সম্ভাজির নাম ব্যবহার কী কোনও অপরাধ? সরকারের বা ব্যক্তিগত টুইটারে সম্বাজির নাম ব্যবহার করা যেতেই পারে। অনেক কংগ্রেস নেতা মন থেকে চান যে ঔরঙ্গাবাদের নাম শিবাজী পুত্রে নামে হোক।’

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Aurangzeb not secular uddhav thackeray spars with cong over aurangabad