তিন দিনের ভারত সফরে আজ বিকেলেই দেশের মাটিতে পা রাখতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমদাবাদে আজ সাজো সাজো রব, টেস্টের প্রথম দিনে ম্যাচ দেখবেন মোদী-অ্যালবানিজ। আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ৯ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচের প্রথম দিনেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন মোদী-অ্যালবানিজ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বুধবার বিকেল ৪টা বেজে ১০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর তিনি সবরমতী আশ্রম পরিদর্শন করবেন। বিকেল ৫টা বেজে ২০ মিনিটে তিনি হোলি অনুষ্ঠানে অংশ নিতে রাজভবনে যাবেন ।আজ বুধবার তিনদিনের ভারত সফরে আসবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে আগামী ৯ মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
আজই ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ২০১৭ সালের পর এটিই হবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। মার্চে ভারতে তাঁর সফরকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে অ্যান্টনি আলবেনিজ জানিয়েছেন, “আমি মার্চ মাসে ভারত সফরে যাচ্ছি। আমরা ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাব এবং এটি একটি গুরুত্বপূর্ণ সফর হবে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে৷ প্রধানমন্ত্রী মোদী পরের বছর কোয়াড লিডারদের বৈঠকের জন্য অস্ট্রেলিয়া আসবেন এবং তারপরে আমি জি-২০ শীর্ষ বৈঠকে ভারতে যাব।”
পিএমও’র তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তির মাধ্যমে মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রতিনিধিদল মুম্বাইতে অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরামে অংশগ্রহণ করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ ৮ মার্চ হোলির দিন আহমেদাবাদে আসবেন। তিনি ৯ মার্চ মুম্বই নিয়ে যাবেন এবং একই দিনে দিল্লি পৌঁছাবেন। ১০ মার্চ রাষ্ট্রপতি ভবন তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রক বলেছে যে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে থাকবেন বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফারেল, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসায়িক প্রতিনিধিদলের সদস্যরা। বিবৃতিতে আরও বলা হয়েছে অ্যান্টনি আলবানিজের আহমেদাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লি সফর দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ৯ মার্চ অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচও দেখবেন তিনি