উত্তরকাশীতে ভয়াবহ তুষারঝড়। আর এর জেরেই আটকে পড়েছেন ২৮ জন পর্বতারোহীর একটি দল। জানা গিয়েছে ট্রেকিং চলাকালীন উত্তরকাশীর দ্রৌপদীর ডান্ডা-২ পর্বতের চূড়ায় তুষার ঝড়ে আটকে পড়েন ২৮ জন শিক্ষানবিশ পর্বতারোহীদের একটি দল।
তথ্য অনুযায়ী, এই পর্বতারোহীরা তাদের অভিযানের সময় তুষার ঝড়ের কবলে পড়েন। সকলেই উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-থেকে ট্রেকিংয়ে যান বলে জানা গিয়েছে। তারা সবাই পর্বতারোহণের প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে খবর। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২০ জন এখনও আটকে রয়েছেন। আটকে পরা পর্বতারোহীদের নিরাপদে বের করে আনতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুন: < কাশ্মীর পুলিশের ডিজি খুনে বড়সড় সাফল্য, গ্রেফতার করা হল ঘটনার মূল অভিযুক্তকে >
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে এই দুর্ঘটনার কথা জানান। তিনি বলেন, ' যে পর্বতারোহীদের উদ্ধারে এনআইএম-এর দল সহ জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং আইটিবিপি কর্মীরা দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছেন'। তিনি আরও বলেন, 'প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্ধার অভিযানে গতি আনতে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে'।
তিনি এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেছেন এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। ধামি বলেন, 'কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে। সবাইকে নিরাপদে বের করে আনতে উদ্ধার অভিযান চলছে'।