২০০৫ সালের অযোধ্য়ার জঙ্গি হামলার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল এলাহাবাদের এক বিশেষ আদালত। মঙ্গলবার আদালত এই রায়ের সঙ্গে সঙ্গেই একজনকে খালাসের নির্দেশও দিয়েছে। ওই ঘটনায় দুজন স্থানীয় ব্য়ক্তি নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন সিআরপিএফ-এর সাত কর্মী।
দোষীদের একইসঙ্গে ২.৪ লাখ টাকা করে জরিমানারও নির্দেশ দিয়েছেন বিশেষ বিচারপতি দীনেশ চন্দ্র। সরকারি আইনজীবী গুলাব চন্দ্র অগ্রহারী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সেদিনের ঘটনায় দুজন স্থানীয় ব্য়ক্তি ছাড়াও গুলিতে মৃত্য়ু হয়েছিল জৈশ এ মহম্মদের পাঁচ সন্দেহভাজন জঙ্গির।
উত্তর প্রদেশ পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আশিক ইকবাল ওরফে ফারুক, শাকিল আহমেদ, মহম্মদ নাসিম এবং মহম্মদ আজিজ। তাদের এলাহাবাদের নৈনি জেলে রাখা হয়। এদের মধ্য়ে ডক্টর ইরফান উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা, অন্য়রা জম্মুর পুঞ্ছের।
এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। তিনি জানিয়েছেন আদালতের নির্দেশ পরীক্ষা করার পর যাঁকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর বিষয়ে খতিয়ে দেখা হবে। সরকার এ মামলার উপর নজর রাখবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।