রায় ঘোষণার আগে নয়া মোড় নিয়েছে অযোধ্যা মামলা। কোনোরকম আপোস করতে নারাজ মুসলিম পক্ষের একাংশ। ‘সেটলমেন্ট’-এর বিষয়ে সমঝোতার পথে হাঁটতে রাজি নন বলে জানিয়ে দিলেন মুসলিম পক্ষের একাংশ। সুন্নি ওয়াকফ বোর্ড বাদে বাকি সব মুসলিম পক্ষই মধ্যস্থতাকারী প্যানেলের মীমাংসাসূত্র (সেটলমেন্ট) খারিজ করেছে। এই মর্মে এক বিবৃতি এবার সামনে এল। উল্লেখ্য, অযোধ্যা মামলার শুনানি শেষে জানা যায় যে, নিজেদের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। এ প্রসঙ্গে তারা হতবাক বলে জানিয়েছেন মুসলিম পক্ষের একাংশ।
শুক্রবার এ প্রসঙ্গে মুসলিম পক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সুন্নি ওয়াকফ বোর্ড বাদে সমস্ত মুসলিম পক্ষই এই সেটলমেন্ট খারিজ করেছে। এই প্রস্তাবে তাঁরা যে রাজি নন, সে কথাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ‘নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বামপন্থী মতাদর্শের’: পীযূষ গোয়েল
উল্লেখ্য, বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি শেষের দিন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী প্যানেল মীমাংসা সূত্র (সেটলমেন্ট) পেশ করেছে বলে জানা গিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি জমি অধিগ্রহণ করে, তাহলে আপত্তি থাকবে না সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের। পরিবর্তে তাদের জন্য নতুন মসজিদ গড়ে দিতে হবে। পাশাপাশি অযোধ্যার মসজিদগুলি সংস্কার করতে হবে, যেখানে নমাজ পাঠ করা যাবে। এমন শর্তেই বিতর্কিত জমির উপর দাবি ছাড়তে সুন্নি ওয়াকফ বোর্ড রাজি বলে জানা যাচ্ছে। তবে জমি নিয়ে আপত্তি তুলে নেওয়ার কথা তাঁরা জানান নি বলে দাবি করেছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবীরা।
প্রসঙ্গত, গত বুধবার বিকেল চারটেয় শেষ হয় বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি। অযোধ্যা মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। গত ৬ অগাস্ট থেকে এ মামলার দৈনিক শুনানি শুরু হয়েছিল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএমআই খলিফুল্লার নেতৃত্বে তিন-সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, গোপনে সেটলমেন্টের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় মধ্যস্থতাকারী প্যানেল।
Read the full story in English