Advertisment

সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শুক্রবার

শুনানির সময়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ আপোস প্রক্রিয়া গোপন রাখার উপর জোর দিয়েছিল, যাতে এ সম্পর্কিত কথোপকথন অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও বিতর্কের জেরে ক্ষতিগ্রস্ত না হয়। 

author-image
IE Bangla Web Desk
New Update
Rafale Supreme Court

কেন্দ্রের দাখিল করা হলফনামায় আবেদন খারিজ করার কথা বলা হয়েছে

অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ সমস্যা আপোস মীমাংসার জন্য পাঠানোর দু মাস পর আগামিকাল শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Advertisment

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস এ বোবডে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজিরকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে।

গত ৮ মার্চ সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার আপোস মীমাংসার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফকির মহম্মদ ইব্রাহিম কলিফুল্লার নেতৃত্বাধীন একটি প্যানেলের কাছে পাঠায়। এ প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন ধর্মগুরু শ্রী শ্রী রবি শংকর এবং প্রবীণ বিচারপতি শ্রীরাম পঞ্চু। শীর্ষ আদালত এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৮ সপ্তাহ সময় দিয়েছিল।

গত ২৬ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ করার পর আপোস মীমাংসার প্রস্তাব আসে সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফ থেকেই। বলা হয়েছিল কেবলমাত্র সম্পত্তির বিষয়েই মীমাংসা করতে পারবে ওই প্যানেল। একই সঙ্গে বলা হয়েছিল, সম্পর্ক শোধরানোর একটি সম্ভাবনা হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।

শুনানির সময়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ আপোস প্রক্রিয়া গোপন রাখার উপর জোর দিয়েছিল, যাতে এ সম্পর্কিত কথোপকথন অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও বিতর্কের জেরে ক্ষতিগ্রস্ত না হয়।

শীর্ষ আদালতে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বরের এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের শুনানি চলছে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, বিতর্কিত ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া সম্প্রদায়, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং রামলীলা বিরাজমনের মধ্যে সমান বাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

supreme court Ram Temple Ayodhya
Advertisment