/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/supreme-court1-1.jpg)
অযোধ্যায় জমি বিবাদ মেটাতে মধ্যস্থতার জন্য আরও সময় বাড়ল। জমি বিবাদ মেটাতে সমাধানসূত্র বের করার জন্য আরও সময় চাইল মধ্যস্থতাকারী প্যানেল। তিন মধ্যস্থতাকারীর আর্জিতে সায় দিয়ে অযোধ্যা মামলা নিষ্পত্তির জন্য ১৫ অগাস্ট পর্যন্ত সময় বাড়াল সুপ্রিম কোর্ট। মধ্যস্থতা পর্ব কতদূর এগিয়েছে, সে ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘কতটা অগ্রগতি হয়েছে, সেটা আমরা বলছি না, এতে গোপনীয়তা বজায় থাকুক।’’
Ayodhya matter: Three-members Mediation panel seeks extension of time to find an amicable solution. Supreme Court grants time till August 15. CJI also says, "we're not going to tell you what progress has been made, that’s confidential" pic.twitter.com/XRLTS0lorc
— ANI (@ANI) May 10, 2019
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শুক্রবার
অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু। ফৈজাবাদে মধ্যস্থতার প্রক্রিয়া চলে। গোপনীয়তা বজায় রেখে মধ্যস্থতার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি মধ্যস্থতা প্রক্রিয়া ‘ইন-ক্যামেরা’ করারও কথা বলেছিল আদালত। নির্দেশে বলা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। ৮ সপ্তাহের মধ্যে গোটা মধ্যস্থতা প্রক্রিয়া শেষ করতে হবে।
শীর্ষ আদালতে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বরের এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের শুনানি চলছে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, বিতর্কিত ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া সম্প্রদায়, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং রামলীলা বিরাজমনের মধ্যে সমান বাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
Read the full story in English