Advertisment

আজই অযোধ্যা শুনানি শেষ করতে চায় সুপ্রিম কোর্ট

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি পর্ব আজ অর্থাৎ বুধবারই শেষ করতে চায় সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট।

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি পর্ব আজ অর্থাৎ বুধবারই শেষ করতে চায় সুপ্রিম কোর্ট। এর আগে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, অযোধ্যায় জমি বিবাদ সংক্রান্ত মামলায় দৈনিক শুনানি শেষ করা হবে ১৭ অক্টোবরের মধ্যে। শীঘ্রই এ মামলায় দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।

Advertisment

আরও পড়ুন: চিদাম্বরমের জিজ্ঞাসাবাদ হোক তিহার জেলেই, ইডি’কে নির্দেশ আদালতের

এদিকে, শনিবার বিশ্ব হিন্দু পরিষদ দীপাবলিতে বিতর্কিত ভূমিতে ৫,১০০ প্রদীপ জ্বালানোর দাবি জানায়। অনুমতির জন্য ফৈজাবাদের ডিভিশনাল কমিশনার মনোজ মিশ্রের সঙ্গে দেখা করার কথা সংগঠনের নেতাদের। ভিএইচপি-র এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। প্রশাসনের দাবি, এই ইস্যুতে যাতে উত্তেজনা না ছড়ায় তাই আগেভাগেই অযোধ্যায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আরও পড়ুন: এলগার পরিষদ: গৌতম নওলাখার গ্রেফতারিতে সুরক্ষাকবচের মেয়াদ ফের বাড়ল

অযোধ্যার জেলাশাসক অনুজ ঝা জানিয়েছেন, ‘‘স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুরক্ষার কথা বিবেচনা করেই প্রশাসনের এই পদক্ষেপ।’’ তিনি আরও জানান, ‘‘গত ৩১ অগাস্ট একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল বেআইনি জমায়েত করা যাবে না। কিন্তু, সেই নির্দেশিকায় বেশ কয়েকটি পয়েন্ট বাদ ছিল। ১২ অক্টোবরের নির্দেশিকায় সেগুলিকে অন্তর্ভূক্ত করা হয়েছে।" নতুন নির্দেশিকা অনুযায়ী, বিনা অনুমতিতে অযোধ্যায় কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না।

Read the full story in English

national news Ayodhya
Advertisment