দেশবাসীকে লোকসভা নির্বাচনের আগেই বিরাট চমক দিতে চলেছে প্রধানমন্ত্রী মোদী। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সকল প্রস্ততি। সরকার-বিরোধী দলের নেতা-নেত্রী থেকে শুরু করে সিনে তারকা, প্রাক্তন প্রধানমন্ত্রী সহ দীর্ঘ অতিথি তালিকা। অনেকেই ইতিমধ্যেই প্ল্যানিং করেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাম জন্মভুমিতে পাড়ি দেবেন বলে। কিন্তু জানেন কী অযোধ্যার হোটেলগুলির একরাতের ভাড়া হার মানাবে তাজ-ওবেরয় কেও। রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যেই হোটেলগুলিতে বুকিং প্রায় শেষ পর্যায়ে। এখন যদি আপনি অযোধ্যায় হোটেল বুল করতে চান আপনাকে একরাতের জন্য গুণতে হবে ৭০ হাজার টাকা।
নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে ২২শে জানুয়ারি। অযোধ্যা হোটেল বুকিং শুরু হয়েছে ইতিমধ্যেই। রামমন্দির উদ্বোধোন নিয়ে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। হোটেল ভাড়ার পাশাপাশি বিমান ভাড়াতেও রীতিমত ছ্যাঁকা খেতে হবে। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি তাদের সরাসরি ফ্লাইট শুরু করতে চলেছে।
তিন থেকে পাঁচ লাখ ভক্তের সম্ভাবনা
তথ্য অনুসারে, সারা দেশ থেকে প্রায় ৩ থেকে ৫ লক্ষ ভক্ত ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায় পৌঁছবেন। সংখ্যাটা আরও বেশি হতে পারে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই অযোধ্যার বেশিরভাগ হোটেল বুকিং হয়ে গিয়েছে। যেসব হোটেল এখনও খালি রয়েছে সেগুলির একরাতের ভাড়া রীতিমত গায়ে কাঁপুনি ধরাবে।
আপনি যদি Booking.com এবং MakeMyTrip বা অনলাইন হোটেল বুকিং সাইটগুলিতে ২২ শে জানুয়ারির জন্য একটি হোটেল বুক করার জন্য লগ ইন করেন, দেখতে পাবেন তখন ফৈজাবাদের কাছে অযোধ্যার সিগনেট কালেকশন হোটেলে একরাতের ভাড়া ৭০,২৪০ টাকা। শুধু তাই নয়, যদি আমরা অন্যান্য হোটেলের কথা বলি, রামায়ণ হোটেলে দিন প্রতি রুম ভাড়া ৪০ হাজার টাকা।