Indias First Veg Only 7 Star Hotel in Ayodhya: রামমন্দির রামলালার প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যায় সাজ সাজ রব। এছাড়াও রামজন্মভূমিতে চমকের ছড়াছড়ি। ভারতের প্রথম শুধুমাত্র নিরামিষ সাততারা হোটেল খুলছে অযোধ্যায়। ২২ তারিখ রামমন্দিরের উদ্বোধন। তার আগেই সোমবার খুলছে তাক লাগানো এই সাত তারা বিলাসবহুল হোটেল।
পাশাপাশি মুম্বইস্থিত একটি নির্মাণকারী সংস্থা অযোধ্যায় পাঁচতারা হোটল তৈরি করছে। ২২ জানুয়ারি আবাসন প্রকল্পের সূচনা হবে। রামমন্দির ঘিরে অযোধ্যায় উন্নয়নের ঘনঘটা। হোটেল ও আবাসন প্রকল্পের রমরমা অবস্থা।
অযোধ্যা থেকে দেশের তাবড় শহরগুলি বিমানে যুক্ত করা হয়েছে। নতুনভাবে তৈরি করে দেওয়া হয়েছে অযোধ্যায় রেস স্টেশন। শুক্রবার থেকে রামজন্মভূমি থেকে চালু হচ্ছে চপারের। সব মিলিয়ে হোটেল এবং আবাসন প্রকল্প সহ শহরটিকে একটি বিশিষ্ট ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। যেখানে থাকবে বিশ্বমানের সুযোগ-সুবিধা।
আরও পড়ুন- Karnataka Sculptor Arun Yogiraj: অরুণ যোগীরাজের তৈরি মূর্তিই স্থান পাচ্ছে রাম মন্দিরে, বিরাট ঘোষণা ট্রাস্টের
জানা গিয়েছে, অযোধ্যার প্রধান নদী সরযূর তীরে ৫৩ একর জমির উপর তৈরি হচ্ছে সবচেয়ে বড় আবাসন প্রকল্পটি, যেটিকে এক কথায়, মিনি নগরী বলা চলে। সেটির নামও রাখা হয়েছে 'সরযূ'। যেখানে বলিউডের একদা বাদশা অমিতাভ বচ্চন ফ্ল্যাট কিনেছেন। তবে, মুম্বাই-স্থিত ব্যবসায়ী গোষ্ঠী 'দ্য হাউস অফ অভিনন্দন লোধা' বিগ 'বি'-র ফ্ল্যাটের আয়তন বা দাম জানাননি। সূত্রের খবর, বচ্চনদের ফ্ল্যাটের আয়তন ১০ হাজার বর্গফুট, যার দাম ১৪.৫ কোটি। 'সরযূ' আবাসন থেকে রাম মন্দিরের যেতে লাগবে ১৫ মিনিট, আর অযোধ্যায় সদ্য তৈরি আন্তর্জাতিক বিমান বন্দরে আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে।
সরযূ নদীর তীরে গড়ে উঠবে বেশ কিছু পাঁচতারা হোটেল। ১১০ টিরও বেশি ছোট-বড় হোটেল মালিক অযোধ্যায় জমি কিনছেন বলে খবর। এখানে একটি সোলার পার্কও তৈরি করা হচ্ছে।
অযোধ্যাকেও একটি স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে। রামমন্দির ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, একজন প্রাক্তন রাজকীয় এবং মন্দির আগে এনডিটিভিকে বলেছিলেন।