/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/yogi-759.jpg)
যোগী আদিত্যনাথ
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সব দায়িত্ব কার্যত নিজে হাতেই সামলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানের প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছিলেন। সাফল্যের সঙ্গে সেই অনুষ্ঠান শেষে উত্তরপ্রদেশেরে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, 'যোগী রূপে' বা এক জন 'হিন্দু হওয়ার দরুন' অযোধ্যায় মসজিদের সূচনা অনুষ্ঠানে তিনি যাবেন না। তাঁর দাবি, মসজিদের শিলান্যাসে কেউ তাঁকে ডাকবেও না।
যোগী আদিত্যনাথ বলেন, 'মুখ্যমন্ত্রী হিসাবে আমার কোনও ধর্মকে নিয়েই সমস্যা নেই।' তাঁর স্পষ্ট দাবি, যেসব রাজনৈতিক নেতারা রোজা রাখেন, ইফতার করেন, ইসলাম রীতি মেনে মাথায় টুপি দেন- তাঁরা কেবল ধর্মনিরপেক্ষতার ভান করেন। যোগীর কথায়, 'এই ধরনের কাজ যে ধর্মনিরপেক্ষতা নয়, তা জনগণ উপলব্ধি করতে পারেন।'
গত বুধবার অযোধ্যায় ভূমি পুজো অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথও। ওই অনুষ্ঠান শেষের কয়েক ঘন্টার মধ্যে এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যোগীকে প্রশ্ন করা হয় অযোধ্যায় মসজিদের শিলান্যাসে যাবেন তিনি? জবাবে আদিত্যনাথ বলেন, 'মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে এই প্রশ্ন করা হলে আমার কোনও ধর্ম বা গোষ্ঠীর সঙ্গে কোনও দূরত্ব নেই। কিন্তু যোগী হিসাবে প্রশ্ন করা হলে বলব আমি কখনই যাব না।'
এরপরই মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, 'আমি যাব না কারণ আমি যোগী। হিন্দু হয়ে সেই ধর্মের আচার অনুসরণ করে জীবনধারণের অধিকার রয়েছে।' একই সঙ্গে তিনি জানান, মসজিদ তিনি মসজিদ নির্মাণের অংশ নন। তাই, 'আমাকে কেই অনুষ্ঠানে ডাকবেন না, আর আমি যেতেও চাই না। আমি জানি এই ধরনের কোনও আমন্ত্রণ আমি পাবও না।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন