/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-239.jpg)
৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী অযোধ্যায় নতুন বিমানবন্দর এবং নবনির্মিত রেলস্টেশনেরও উদ্বোধন করবেন।
অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম জংশন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন অযোধ্যার বিজেপি সাংসদ লালু সিং। ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে, ৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী অযোধ্যায় নতুন বিমানবন্দর এবং নবনির্মিত রেলস্টেশনেরও উদ্বোধন করবেন।
লালু সিং টুইটারে লিখেছেন যে 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে নবনির্মিত গ্র্যান্ড অযোধ্যা রেলওয়ে স্টেশনের অযোধ্যা জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম জংশন করা হয়েছে। এর জন্য অযোধ্যাবাসী এবং ভক্তদের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদী, সিএম যোগী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি'।
अयोध्या जंक्शन हुआ “अयोध्या धाम” जंक्शन
भारत के यशस्वी मा॰ प्रधानमंत्री श्री @narendramodi जी के मार्गदर्शन में नवनिर्मित भव्य अयोध्या रेलवे स्टेशन के अयोध्या जंक्शन का नाम, जनभावनाओं की अपेक्षा के अनुरूप, परिवर्तित कर #अयोध्या_धाम_जंक्शन कर दिया गया है..
1/2.. pic.twitter.com/WHKpAb5wmO— Lallu Singh (@LalluSinghBJP) December 27, 2023
২২ জানুয়ারি রাম লালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিমানবন্দর এবং নবনির্মিত রেলস্টেশনের উদ্বোধন করবেন এবং অযোধ্যায় হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আশেপাশের জেলা থেকেও মানুষ অযোধ্যায় আসবেন।