Advertisment

"অযোধ্যায় রাম জন্মভূমির কাছে মসজিদ নির্মাণের কথা বললে হিন্দুরা অসহিষ্ণু হয়ে যাবে"

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য রাহুল গান্ধীকে আহ্বান করেছেন উমা। তিনি বলেছেন, এর ফলে রাহুলের দল অযোধ্যায় মন্দির বানানোর ব্যাপারে যে বিপত্তি সৃষ্টি করেছে, সে 'পাপ খণ্ডন' হয়ে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাম দলগুলিকেও এ ইস্যুতে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উমা ভারতী

অযোধ্যায় রাম মন্দিরের কাছে যদি কোনও মসজিদ বানানো হয়, তাহলে অসহিষ্ণু হয়ে পড়বেন হিন্দুরা। এ হুমকি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। আগের দিন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বলেছিলেন, বাবরি মসজিদ- রাম জন্মভূমি নিয়ে আদালতের রায়ে হিন্দুরা উদ্বিগ্ন।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই-কে দেওযা এক সাক্ষাৎকারে উমা ভারতী বলেন, ‘‘সারা বিশ্বে হিন্দুরা সবচেয়ে সহিষ্ণু। আমি সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন অযোধ্যায় ভগবান রামচন্দ্রের জন্মস্থলের কাছে কোনও মসজিদ নির্মাণের কথা বলে হিন্দুদের অসহিষ্ণু না করে তোলেন।’’

আরও পড়ুন, ‘‘নরেন্দ্র মোদী ভগবান রামের অবতার, বিচারবিভাগ মন্দির বিরোধী’’

পবিত্র মদিনায় যে কোনও মন্দির বানানো যায় না, বা ভ্যাটিকান সিটিতে যে কোনও মসজিদ বানানো সম্ভব নয়, সে কথা উল্লেখ করে উমা ভারতী বলেন, অযোধ্যায় মসজিদ স্থাপনের কথা বলা অনুচিত। তাঁর সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য রাহুল গান্ধীকে আহ্বান করেছেন উমা। তিনি বলেছেন, এর ফলে রাহুলের দল অযোধ্যায় মন্দির বানানোর ব্যাপারে যে বিপত্তি সৃষ্টি করেছে, সে 'পাপ খণ্ডন' হয়ে যাবে।

তিনি বলেছেন, ‘‘এ ব্যাপারে আমাদের সমস্ত দলের সহযোগিতা প্রয়োজন। আমি রাহুল গান্ধী সহ সমস্ত নেতাদের আমার সঙ্গে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি।’’

অযোধ্যা নিয়ে যে সমস্যা চলছে তাকে জমির সমস্যা বলে বর্ণনা করে উমা ভারতী বলেছেন, ‘‘এ এখন শুধু জমি নিয়ে সমস্যা, বিশ্বাস নিয়ে নয়। অযোধ্যা যে ভগবান রামের জন্মস্থল সে কথা স্থির হয়ে গেছে।’’

রাম মন্দির বিতর্ক আদালতের বাইরে সমাধান করার উপরে জোর দিয়ে তিনি রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে সমর্থন জোগানোর আহ্বান করেন।

তিনি বলেন, মুলায়ম সিং, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী এবং বামদলগুলির উচিত জাতীয় স্বার্থে এ ব্যাপারে বিজেপি-কে সমর্থন করা।

‘‘কিন্তু ওঁরা সমস্যার সমাধান হতে দিচ্ছেন না। ধর্মের নামে দেশ ভাগ করার অভ্যাস কংগ্রেসের পরিত্যাগ করা উচিত।’’

১৯৯০ সাল থেকে রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত উমা ভারতী বলেন, রাম মন্দির নির্মাণের ব্যাপারে তিনি সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেছেন, ‘‘ যদি ওরা আমাকে বলে রাম মন্দির আমার মৃতদেহের উপর দিয়েই নির্মাণ করতে হয়, তবে তাই হবে।’’

Read the Full Story in English

Ram Temple Babri Mosque
Advertisment