অযোধ্যা ভগবান রামচন্দ্রের জন্মভূমি ছিল এ কথা হিন্দুর বিশ্বাস করে, এ কথা কতটা যুক্তি সংগত তা দেখা আদালতের উচিত হবে না। বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে উঠে এমনটাই বললেন রামলালা বিরাজমনের কৌঁশুলি। বুধবার এ বিষয়ক শুনানির ষষ্ঠ দিন ছিল।
প্রবীণ আইনজীবী সিএস বৈদ্যনাথন রামলালা বিরাজমনের হয়ে সওয়াল করছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি চলছে। বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবডে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস এ নাজিরও। বৈদ্যনাথন বলেন, "হিন্দুদের বিশ্বাস অযোধ্যা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি এবং বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে এ কথা কতটা যুক্তিসংগত তা আদালতের বিচার করা অনুচিত।"
আরও পড়ুন, ৩৭০ নিয়ে প্রতিবাদীরা মাওবাদী, জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল: মোদী
প্রবীণ আইনজীবী মঙ্গলবার বলেন ভগবান রামের জন্মভূমিও দেবতা এবং মুসলিমরা অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমির কোনও অংশ দাবি করা উচিত নয় কারণ এ সম্পত্তি ভাগ করার অর্থ হল দেবতাকে 'ধ্বংস করা' বা তাঁর 'অঙ্গহানি ঘটানো'।
বেঞ্চের তরফ থেকে প্রশ্ন করা হয় রাম জন্মভূমি-বাবরি মসজিদ যদি যৌথভাবে হিন্দু ও মুসলিমরা অধিকার করে থাকে তাহলে মুসলিমদের ওই বিতর্কিত জমি থেকে কীভাবে উচ্ছেদ করা যেতে পারে। তার উত্তরে এ কথা বলেন রামলালা বিরাজমনের আইনজীবী।
আরও পড়ুন, কেন ১৫ অগাস্টেই আমরা স্বাধীনতা দিবস পালন করি?
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল অযোধ্যার বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালা বিরাজমনের মধ্যে ভাগ করে দেওয়া হোক। সে রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন শীর্ষ আদালতে দাখিল করা হয়।
Read the Full Story in English