২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ঢেলে সাজানো হচ্ছে রাম জন্মভুমি। সমগ্র বিশ্ব এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। বছর খানেক পর নিজের 'প্রাসাদে' বসবেন রাম লালা।
রাম মন্দিরে শ্রী রাম লালার একটি নতুন মূর্তি স্থাপন করা হবে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে রাম মন্দিরে যে নতুন রামলালার মূর্তি স্থাপন করা হবে তা হবে বিশ্বের সবচেয়ে অনন্য মূর্তিগুলির মধ্যে একটি। প্রাণ প্রতিষ্ঠার পর গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি। কিন্তু পুরনো মূর্তির কী হবে?
অযোধ্যাকে যেহেতু শ্রীরামচন্দ্রের জন্মভূমি হিসেবে মনে করা হয়, সেই কারণে রামানাদিয়া প্রথা মেনে অযোধ্যায় রামের শৈশব কালের রূপের আরাধনা করা হয়। অযোধ্যার পুরনো রাম মন্দিরে রামলালার পুরনো মূর্তিটি প্রতিষ্ঠিত আছে।
তথ্য অনুযায়ী, রাম মন্দিরের গর্ভগৃহে নতুন মূর্তির সঙ্গে রামলালার পুরনো মূর্তিও স্থাপন করা হবে। নতুন মূর্তিটির নাম হবে অচল মূর্তি, আর পুরনো মূর্তির নাম উৎসবমূর্তি। শ্রী রাম সম্পর্কিত সমস্ত উৎসবে শোভাযাত্রায় শুধুমাত্র উৎসবমূর্তি রাখা হবে। নতুন মূর্তি সর্বদা ভক্তদের গর্ভগৃহে দেখার জন্য রাখা থাকবে।
রাম লালার নতুন এবং পুরাতন মূর্তির মধ্যে পার্থক্য কী?
রামলালার পুরনো মূর্তির উচ্চতা খুবই কম, যার কারণে ভক্তরা মূর্তি অনেক সময় ঠিক মত দেখতে পান না। রামের শিশু রূপের নতুন মূর্তি হবে ৫১ ইঞ্চি লম্বা। ভক্তরা ৩৫ ফুট দূর থেকে প্রতিমা দেখতে পারবেন। পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হবে এই মূর্তি।
৫১ ইঞ্চি উচ্চতার সেই মূর্তিটি কর্নাটক থেকে আনা বিশেষ ধরনের পাথর কেটে তৈরি করেছেন রাজস্থানের শিল্পীরা। নতুন রাম মন্দির তৈরিতে নির্মাণ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের এক কর্তা বলেন, প্রতি বছর রামনবমীতে রামলালার মাথার উপর সূর্যের কিরণ এসে পড়বে। এমনভাবেই ডিজাইন করা হয়েছে মন্দিরের।