scorecardresearch

নির্মাণ কাজ প্রায় ৭০ শতাংশ সম্পুর্ণ, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই খুলে যাচ্ছে অযোধ্যার রামমন্দির

২০২৪ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই ভগবান রামের মূর্তি স্থাপন করা হবে এবং একই দিন থেকে ভক্তদের দর্শন ও পূজার ব্যবস্থাও করা হবে।

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র, শ্রীরাম জন্মভূমি তীর্থ, শ্রীরাম জন্মভূমি, Ayodhya Ram Mandir, Ram Mandir in Ayodhya, Shri Ram Janmbhoomi Teerth Kshetra, Shri Ram Janmbhoomi Teerth Kshetra shares pictures of Ayodhya Ram Mandir, রামমন্দিরের নতুন ছবি, রামমন্দিরের কাজ কতদূর, রামমন্দিরের কাজ কতটা এগোল, রামমন্দিরের কাজ কতটা এগিয়েছে"/>

পাখির চোখ দিল্লির কুর্সি, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই খুলে যাচ্ছে অযোধ্যার রামমন্দির। ইতিমধ্যেই শেষ হয়েছে মন্দির নির্মাণের প্রায় ৭০ শতাংশ কাজ। রকেট গতিতে চলেছে রামমন্দির নির্মাণের কাজ। ইতিমধ্যেই মন্দিরের ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরিজি মহারাজ এই বিষয়ে একটি বড় আপডেট দিয়েছেন। তিনি জানান, মন্দিরের ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই ভগবান রামের মূর্তি স্থাপন করা হবে এবং একই দিন থেকে ভক্তদের দর্শন ও পূজার ব্যবস্থাও করা হবে।

স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী ‘পদ্ম দিয়ে রাম লালার মূর্তি স্থাপন করবেন’। ২০২৪ লোকসভা নির্বাচনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, যে মন্দির নির্মাণ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচন একে অপরের সঙ্গে কোন ভাবেই সম্পর্কিত নয়। মন্দিরের নির্মাণ কাজ দ্রুত শেষ হচ্ছে। তিনি বলেন, মন্দিরে স্থাপিত হওয়ার আগে রাম লালা্র মূর্তি দীর্ঘদিন ধরে অস্থায়ী প্যান্ডেলে রাখা হয়েছিল। শীঘ্রই মূর্তিকে অন্যত্র স্থানান্তরিত করা হবে। তিনি আরও বলেন, মূর্তি স্থাপনের পরও রাম মন্দির নির্মাণের কাজ চলবে।

পাশাপাশি তিনি বলেন, মন্দির নির্মাণের জন্য ভক্তরা উদারমনে সাহায্যের দুহাত বাড়িয়ে দিয়েছেন। রাম মন্দির নির্মাণের জন্য নগদ অনুদানের পরিমাণও আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নগদ অনুদানের কথা বললে, গত কয়েক দিনে তিনগুণ বেড়েছে। প্রতিদিন এক কোটি টাকার বেশি নগদ অনুদান আসছে। ট্রাস্ট অফিসার প্রকাশ গুপ্তা জানিয়েছেন, রাম মন্দিরের দানবাক্স প্রতি ১০ দিন পর পর খোলা হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাম মন্দিরের দান বাক্সে দেওয়া অর্থ গণনা করতে এবং ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য দুই কর্মচারীকে নিয়োগ করেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Ayodhya ram mandir