Advertisment

রাম মন্দিরে আরতির জন্য অনলাইন বুকিং, জানুয়ারিতেই ব্যবসা ছাড়াতে পারে ৫০ হাজার কোটি

শনিবার নবনির্মিত বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya ram mandir, ram temple inauguration, trade ram temple inauguration, trade with ram temple, ram temple,

রাম মন্দিরে আরতির জন্য অনলাইন বুকিং

২২ শে জানুয়ারি অযোধ্যার মন্দির উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে খুশির হাওয়া ব্যবসায়ী শিবিরেও। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) -এর অনুমান শুধুমাত্র জানুয়ারি মাসেই ভগবান শ্রী রামের মন্দির সম্পর্কিত পণ্য বিক্রির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।CAIT-এর সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন যে সারা দেশে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপন্না লক্ষ্য করা যাচ্ছে। CAIT-আশা করছে জানুয়ারিতেই রামের মন্দির সম্পর্কিত পণ্য বিক্রির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

Advertisment

প্রবীণ খান্ডেলওয়াল বলেন, রামমন্দির সংক্রান্ত প্রায় সমস্ত পণ্য নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ থাকলেও রাম মন্দিরের প্রতিরূপ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বেশি। এর চাহিদাও আকাশছোঁয়া। পাশাপাশি, শ্রী রাম পতাকা, শ্রী রামের ছবি ও মালা, লকেট, চাবির রিং, কুর্তা, টি-শার্টসহ অন্যান্য পোশাকের চাহিদাও বেড়েছে। টেক্সটাইল শিল্পেও প্রচুর কাজ হচ্ছে।

নতুন বিমানবন্দরের নামকরণ হতে পারে বাল্মীকির নামে

রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির নামে অযোধ্যা শহরের নতুন বিমানবন্দরের নামকরণের প্রস্তুতি চলছে। সূত্রের খবর, নয়া বিমান বন্দরের নাম হবে হবে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম। শনিবার এই বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪৫০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

রাম মন্দিরে আরতির জন্য অনলাইন বুকিং

প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার থেকে রামজন্মভূমি মন্দিরে আরতির অনলাইন বুকিং শুরু হয়েছে। এর জন্য পাস দেওয়া হবে। ব্লক ম্যানেজার ধ্রুবেশ মিশ্র জানান, 'দিনে তিনবার ভগবান রামের আরতি হবে। আপনি রামজন্মভূমি মন্দিরের পোর্টাল থেকে অনলাইনে পাসের জন্য করতে পারেন, তবে এটি শুধুমাত্র অযোধ্যা কাউন্টার থেকে পাওয়া যাবে। এর জন্য আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মতো নথিগুলির মধ্যে একটি দিতে হবে। সেগুলিকে সঙ্গেও রাখতে হবে।

Ram Temple
Advertisment