Advertisment

Ayodhya Ram Mandir Inauguration, 22 January 2024 Highlights: 'আর তাঁবুতে নয়, রামলালার এখন থাকবেন মন্দিরে', অযোধ্যায় বললেন যজমান মোদী

Ayodhya Ram Mandir Live Latest Bengali News: যজমান মোদীর হাতে অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা ভগবান রামের, তারপরই ১১ দিনের উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
ayodhya ram mandir inauguration 22 january 2024 live , অযোধ্যায় মোদী

Modi-Agnibaan: এই সাফল্যে বেজায় খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। (ফাইল ছবি)

Ayodhya Ram Mandir Inauguration Live Updates: অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। মুখ্য যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামের মূর্তি উন্মোচিত হয়। এরপরই ১১ দিনের উপবাস ভাঙেন প্রধানমন্ত্রী।

Advertisment

আরও পড়ুন- Ram Temple Festivities: প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন, মহাপ্রসাদ বিলি, কী কী রয়েছে বাক্সে?

অযোধ্যায় নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'বহু শতাব্দী অপেক্ষার পর আমাদের মাঝে এলেন রাম। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। আজ অনেক কিছু বলার আছে। কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। এই ক্ষণ অলৌকিক, পবিত্র। নতুন ইতিহাসের সূচনা হল। রামের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। ২২ জানুয়ারি শুধু একটা কারিখ নয়, একটা কালের সূচনা। একটা দৈবিক অনুভূতি হচ্ছে। অনেক কথা বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ।'

আরও পড়ুন- Ayodhya Ram Mandir Inauguration: ‘২২ জানুয়ারি স্রেফ একটা তারিখ নয়, নতুন কালের সূচনা’, প্রাণ প্রতিষ্ঠার পর ভাষণে বললেন মোদী

এদিন কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সাজানো হয় ফুল ও সোনা-হীরের অলঙ্কারে, কপালে তিলক। দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দির উদ্বোধনের নানা ধর্মীয় আচার। সব শেষে সোমবার হয় রাম লালার প্রাণপ্রতিষ্ঠা।

মূল বিগ্রহ পুজোর পরই কষ্টি পাথরের তৈরি নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়। তাতে মুখ্য যজমানের আসনে বসে পুজো দেন। সোমবার সকাল পর্যন্ত বিগ্রহের চোখ সোনালি হলুদ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুজো শুরু হতেই তা খুলে দেওয়া হয়। বিগ্রহকে প্রতীকী স্নান করানোর পর, তার পর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবান রামের নতুন বিগ্রহের।  

রামলালার মূর্তির বৈশিষ্ট্য (Ayodhya Ram Mandir Inauguration Live Updates)

রামলালার মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়ে তৈরি।

  • Jan 22, 2024 16:09 IST
    কলকাতায় সংহতি যাত্রায় মমতা

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতায় 'সংহতি যাত্রা' করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। এই মিছিলে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যাও।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jan 22, 2024 15:04 IST
    বিগ-বি'-কে মোদীর অভ্যর্থনা

    অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে উপস্থিত অভিনেতা অমিতাভ বচ্চনকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Jan 22, 2024 14:53 IST
    আরও একবার কালচক্র বদলাবে: মোদী

    'ভারতের সংবিধানে প্রভু রাম বিরাজমান। সেই সংবিধান প্রবর্তনের পরও, কয়েক দশক ধরে প্রভু রামের অস্তিত্ব নিয়ে আইনি লড়াই চলেছে। ভারতের বিচার ব্যবস্থা, আইনের লজ্জা রক্ষা করেছে। যখন প্রভু রাম সমুদ্রে সেতুবন্ধন করেছিলেন, সেই সময় কালচক্র বদলেছিল। আমি কাল সেখানে পুষ্পাঞ্জলি দিয়েছি। সেই সময় আমি উপলব্ধি করেছি, আরও একবার কালচক্র বদলাবে। সুসময়ের দিকে এগিয়ে যাবে ভারত। জীবন প্রবাহের মতো নিরন্তর বয়ে চলে রামরস। রামকথা অসীম। কিন্তু, রামের শিক্ষা সব জায়গায় এক। এটা শুধু আমাদের বিজয় নয়, বিনয়েরও সময়। আমাদের ভবিষ্যৎ, আমাদের অতীতের থেকে সুন্ধর হতে চলেছে।' বললেন মোদী।



  • Jan 22, 2024 14:38 IST
    অযোধ্যায় মোদীর ভাষণ

    অযোধ্যা নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'বহু শতাব্দী অপেক্ষার পর আমাদের মাঝে এলেন রাম। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। আজ অনেক কিছু বলার আছে। কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। এই ক্ষণ অলৌকিক, পবিত্র। নতুন ইতিহাসের সূচনা হল। রামের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। ২২ জানুয়ারি শুধু একটা কারিখ নয়, একটা কালের সূচনা। একটা দৈবিক অনুভূতি হচ্ছে। অনেক কথা বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। আমাদের ত্যাগ-তপস্যায় নিশ্চই কিছু খাদ ছিল। তাই আমরা এতদিন এই কাজ সম্পূর্ণ করতে পারিনি। আজ সেই খাদ পূর্ণ করতে পেরেছি আমরা।'



  • Jan 22, 2024 14:11 IST
    অযোধ্যার রামলালা



  • Jan 22, 2024 14:05 IST
    উপবাস ভাঙলেন নমো

    ১১ দিনের কঠোর ব্রত পালনের পর সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর গ্লাস থেকে চামচে করে তরল এক বস্তু খাইয়ে প্রধানমন্ত্রী মোদীর ব্রত ভাঙলেন শ্রী রামজন্মভূমি
    তীর্থক্ষেত্র ট্রাস্টের গোবিন্দদাস গিরি মহারাজ।



  • Jan 22, 2024 13:44 IST
    মোদীকে যোগীর উপহার

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অযোধ্যার রামমন্দিরের রেপ্লিকা উপহার দিচ্ছেন।



  • Jan 22, 2024 13:42 IST
    কলকাতায় রামভক্তদের মাতামাতি

    কলকাতায় রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতেছেন রামভক্তরা। শহরের নানা জায়গা থেকে মিছিল বের করা হয়েছে। এদিন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দিরে পুজো দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jan 22, 2024 13:26 IST
    রামলালাকে মোদীর আরতি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালা মূর্তিতে 'আরতি' করছেন।



  • Jan 22, 2024 13:23 IST
    কলকাতায় প্রজেক্টর, চলছে রাম মন্দিরের পুজো

    রাস্তায় প্রজেক্টর লাগিয়ে দেখানো হচ্ছে রামমন্দিরের পুজো।

    এক্সপ্রেস ফটো শশী ঘোষ



  • Jan 22, 2024 12:54 IST
    রামলালার পা ছুঁয়ে প্রার্থনা প্রধানমন্ত্রী মোদীর।

    ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের পর রামলালার মূর্তি উন্মোচন করা হল। রামলালার মূর্তির সামনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থনা করেন। রাম লালার ৫১ ইঞ্চি লম্বা মূর্তিটি ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি।



  • Jan 22, 2024 12:35 IST
    রামলালার মূর্তি উন্মোচন মোদীর

    রামের মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রী মোদীর।



  • Jan 22, 2024 12:16 IST
    রামলালার প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরে মোদী

    রামমন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু করলেন উপাচার পালন। দেখুন ভিডিও।



  • Jan 22, 2024 11:56 IST
    পাখির চোখে অযোধ্যা দর্শন

    দেশ যখন অযোধ্যায় রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠার প্রস্তুতিতে ব্যস্ত, তখন গোটা 'রামনগরী' আজ কেমন দেখাচ্ছে? দেখুন ভিডিও-তে।



  • Jan 22, 2024 11:42 IST
    আমি এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান'

    রামলালার মূর্তি গড়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন অরুণ যোগীরাজ বলেন, 'আমি এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান'



  • Jan 22, 2024 11:37 IST
    আমি এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান'

    রামলালার মূর্তি গড়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন অরুণ যোগীরাজ বলেন, 'আমি এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান'



  • Jan 22, 2024 11:34 IST
    জানুন রামমন্দিরের ১০ অজানা তথ্য

    কিছুক্ষণের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা, জেনে নিন রাম মন্দির সম্পর্কে আজানা ১০ তথ্য।

    বিস্তারিত পড়ুন-



  • Jan 22, 2024 11:28 IST
    অযোধ্যায় মোদী

    রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী।



  • Jan 22, 2024 11:11 IST
    আকাশ আম্বানি বলেছেন- 'ইতিহাসের পাতায় লেখা থাকবে এই দিন'

    রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, "এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমরা এখানে এসে খুব খুশি।"



  • Jan 22, 2024 10:57 IST
    রাম মন্দিরে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন

    অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনও অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন।



  • Jan 22, 2024 10:56 IST
    রাম মন্দিরে অভিনেত্রী কঙ্গনা রানাউত, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু রাম মন্দির 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন।



  • Jan 22, 2024 10:50 IST
    সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছেছেন

    সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।



  • Jan 22, 2024 10:44 IST
    অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী

    অযোধ্যা বিমান বন্দরে পৌঁছেছে মোদীর বিশেষ বিমান। আর কিছুক্ষণের মধ্যেই রাম মন্দিরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাম নগরী।



  • Jan 22, 2024 10:36 IST
    মঙ্গল ধ্বনি', প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পুষ্পবৃষ্টি

    'মঙ্গল ধ্বনি'তে মুখরিত হবে অযোধ্যা। চলছে প্রাণ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর কার্যালয় একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে 'মঙ্গল ধ্বনি' চলাকালীন প্রায় ২ ঘন্টা ধরে বিভিন্ন রাজ্য থেকে ৫০ টিরও বেশি মন্ত্রমুগ্ধ বাদ্যযন্ত্র বাজানো হবে। এছাড়াও, প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে চলবে পুষ্পবৃষ্টি।



  • Jan 22, 2024 10:33 IST
    রাম নগরীতে অভিনেতা অমিতাভ বচ্চন

    অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় হাজির অভিনেতা অমিতাভ বচ্চন



  • Jan 22, 2024 10:30 IST
    অযোধ্যায় দেবগৌড়া

    জেডি(এস) প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় পৌঁছেছেন। দেবগৌড়া বলেছেন, "আজ অযোধ্যায় যে ঘটনা ঘটতে চলেছে তা একটি ঐতিহাসিক ঘটনা...! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার আন্তরিক ধন্যবাদ।"



  • Jan 22, 2024 10:25 IST
    রামময় মুকেশ আম্বানির বাংলো

    রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, কুমার মঙ্গলম বিড়লা, এন চন্দ্রশেকরন, অনিল আগরওয়াল, এনআর নারায়ণ মূর্তি-এর মতো ভারতীয় শিল্পপতি। প্রাণ প্রতিষ্ঠার আগেই রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ায় 'জয় শ্রী রামের স্লোগান' লেখা আলোকসজ্জায় সেজে উঠেছে।



  • Jan 22, 2024 10:18 IST
    আবেগাপ্লুত অভিনেতা মনোজ যোশী

    অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা মনোজ যোশী।



  • Jan 22, 2024 10:15 IST



  • Jan 22, 2024 10:11 IST
    সেজে উঠেছে রাম মন্দির

    অযোধ্যায় আজ রাম মন্দির উদ্বোধন। তার আগে আজ সকালে দেখুন অপরূপ সাজে সেজে উঠেছে রাম মন্দির।



  • Jan 22, 2024 10:09 IST
    হাসি মুখে যোগী আদিত্যনাথ

    ইতিমধ্যে রাম মন্দিরে পৌঁছেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাত জোড় করে হাসি মুখে অভ্যর্থনা তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়।



  • Jan 22, 2024 10:06 IST
    রামময়' ভারত

    রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশ জুড়ে উৎসব আবহ। সারা দেশ রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মেতে উঠেছেন।



  • Jan 22, 2024 10:05 IST
    অযোধ্যায় পৌঁছেছেন সংঘ প্রধান মোহন ভাগবত

    অযোধ্যায় পৌঁছেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। এ ছাড়া সাইনা নেহওয়াল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শচীন টেন্ডুলকার, রাজকুমার রাও, রাম চরণও অযোধ্যায় পৌঁছেছেন ।



  • Jan 22, 2024 10:03 IST
    রামময়' হয়ে উঠেছে টাইমস স্কোয়ার

    অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও সেলিব্রেশন মুড। দেখুন সেই ছবি



  • Jan 22, 2024 10:02 IST
    অভিনেতা জ্যাকি শ্রফ অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন

    জ্যাকি শ্রফ, অমিতাভ বচ্চন, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা, কৈলাশ খের সহ অনেক অভিনেতা-অভিনেত্রী রাম মন্দির অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় রওনা হয়েছেন। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন বহু অভিনেতা-অভেনেত্রী ।



  • Jan 22, 2024 10:00 IST
    রণবীর কাপুর, আলিয়া ভাট এবং রোহিত শেঠি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন

    রণবীর কাপুর, আলিয়া ভাট এবং রোহিত শেঠি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেখুন ভিডিও



  • Jan 22, 2024 09:53 IST
    আদবানী অযোধ্যায় আসছেন না

    খারাপ আবহাওয়ার কারণে অযোধ্যায় অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানি। আদবানি, যিনি রাম মন্দির আন্দোলনের প্রধান মুখ ছিলেন, তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে তার পরিকল্পনা পরিবর্তন করেন। তিনি আজ অযোধ্যায় যাচ্ছেন না।



  • Jan 22, 2024 09:52 IST
    যোগী পৌঁছে গেলেন রাম পথে

    রাম মন্দিরে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, অযোধ্যা বিমানবন্দরে পৌঁছেছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার।



  • Jan 22, 2024 09:50 IST
    অযোধ্যা রাম মন্দিরে শুরু আচার অনুষ্ঠান



  • Jan 22, 2024 09:48 IST
    অযোধ্যা রাম মন্দিরে পূজা অনুষ্ঠানের এক ঝলক

    শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র আজ রাম লালা প্রাণ প্রতিষ্ঠার আগে আচার অনুষ্ঠানের এক ঝলক শেয়ার করেছে।



  • Jan 22, 2024 09:46 IST
    ধনখড়ের শুভেচ্ছা

    এক্স-এ এক পোস্টে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাম মন্দির উদ্বোধনের আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।



  • Jan 22, 2024 09:44 IST
    ইতিহাস গড়লেন অরুণ যোগীরাজ

    নবনির্মিত ৫১ ইঞ্চি রাম লালা মূর্তি, মাইসুরের ভাস্কর অরুণ যোগীরাজ নির্মাণ করেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয় রাম লালার এই মূর্তি। শুক্রবার রাম লালার প্রথম চিত্র সামনে আসে।



  • Jan 22, 2024 09:42 IST
    নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাম নগরী

    রাম মন্দির উদ্বোধনের জন্য সেজে উঠেছে অযোধ্যা। শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অ্যান্টি-বোম্ব স্কোয়াড এবং স্নাইপার সহ প্রায় ১৩ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে।



  • Jan 22, 2024 09:41 IST
    ঐতিহাসিক মুহূর্ত দেশকে আগামীর পথ দেখাবে: মোদী

    রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের এক পোস্টে মোদী লিখেছেন, "ঐতিহাসিক মুহূর্ত" ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং দেশের উন্নয়ন যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে"।



  • Jan 22, 2024 09:40 IST
    যোগী আদিত্যানাথের বার্তা

    "আশ্চর্যজনক, অবিস্মরণীয়, ঐশ্বরিক মুহূর্ত! আজ, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মর্যাদাপূর্ণ উপস্থিতিতে, ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হতে চলেছে। ভগবান শ্রী রাম আজ অগণিত রাম ভক্তের প্রতীক্ষা পূর্ণ হতে চলেছে। বিশ্বাস ও ভক্তির সাগরে ডুবে গোটা দেশ 'রামময়' হয়ে উঠেছে,"



  • Jan 22, 2024 09:38 IST
    অযোধ্যার উদ্দেশে রওনা হলেন শচীন টেন্ডুলকার

    প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে মুম্বই থেকে উত্তর প্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি।



  • Jan 22, 2024 09:37 IST
    অমিতাভ বচ্চন রাম মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যায় রওনা হয়েছেন

    অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন একটি তারকা খচিত ইভেন্ট হতে চলেছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, যিনি আমন্ত্রিতদের একজন, আজ মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন।



  • Jan 22, 2024 09:31 IST
    বিবৃতি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের

    শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মন্দিরের জমকালো উদ্বোধনের প্রস্তুতি নিয়ে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, "সবকিছু খুব ভালোভাবে হচ্ছে। রামভক্তরা যা চেয়েছিলেন, আজ তা পূরণ হচ্ছে"।



  • Jan 22, 2024 09:30 IST
    ইজরায়েলের রাষ্ট্রদূত ঐতিহাসিক দিনে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন

    ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক অনুষ্ঠানে ভারতের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দিতে একটি টুইট বার্তায় বলেছেন, "রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। সারা বিশ্বের ভক্তদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি শীঘ্রই অযোধ্যায় রাম মন্দির দেখার অপেক্ষায় আছি"।



  • Jan 22, 2024 09:29 IST
    দেখে নিন আজ মোদীর সফর সূচী

    প্রধানমন্ত্রী মোদীর বিশেষ বিমান সকাল ১০:২৫ মিনিটে অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তিনি সকাল ১০.৫৫ মিনিটে 'রাম জন্মভূমি' পৌঁছাবেন। প্রধানমন্ত্রী মোদী রাম লালার মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা'-এ অংশগ্রহণ করবেন। 'অভিজিৎ মুহুর্ত' দুপুর ১২:২৯:০৩ মিনিট থেকে ১২:৩০:৩৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 'শুভ মুহূর্ত' চলবে মাত্র ৮৪সেকেন্ড। উল্লেখ্য এই অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছিলেন বারাণসীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ভাষণ দেবেন। এর পরে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত গোপাল দাসের একটি প্রথাগত ভাষণ হবে।



Ram Temple Ayodhya Ayodhya Ram Temple
Advertisment