Ayodhya Ram Mandir: প্রথম দিনেই রেকর্ড ভিড়, ৫ লাখ ভক্তকে সামলাতে দিশাহীন প্রশাসন, আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী
২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর প্রথম দিনেই রেকর্ড ভিড়। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হয় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের।
সোমবার উদ্বোধনের পর প্রথম দিনেই রেকর্ড ভিড়। প্রায় ৫ লক্ষ ভক্তের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় অযোধ্যা প্রশাসনকে। পরে ভিড় নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Advertisment
২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর প্রথম দিনেই রেকর্ড ভিড়। পরিস্থিতি সামলাতে নাজেহাল হতে হয় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের। মাঝে পদপৃষ্ট হওয়ার মত আশঙ্কাও তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমে ভিড় নিয়ন্ত্রণ করতে শুরু করেন। ট্রাস্টের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনেই প্রায় পাঁচ লাখ ভক্ত রামলালার দর্শন করেছিলেন। গতকালের ভিড় থেকে শিক্ষা নিয়ে প্রশাসনের তরফে মন্দিরে দর্শনের সময়ও বাড়ানো হয়েছে। যাতে রাম জন্মভূমি পথে পৌঁছে যাওয়া ভক্তরা সুষ্ঠভাবে রামলালার মূর্তি দর্শন করতে পারেন।
প্রাণ প্রতিষ্টার পর প্রথম দিন মঙ্গলবার ভোর ৩টে থেকেই মন্দিরের বাইরে লম্বা লাইন চোখে পড়ে। প্রচণ্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে সকাল থেকে লাখ লাখ ভক্ত রামলালাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান মন্দির চত্ত্বরে। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় যোগী প্রশাসনকে। বিকেলের দিকে পরিস্থিতি এমন দাঁড়ায় যে মন্দিরের নিরাপত্তা কর্মীরা অসহায় বোধ করতে থাকেন। এর পরে প্রিন্সিপাল সেক্রেটারি স্বরাষ্ট্র সঞ্জয় প্রসাদ এবং ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার নিজেই অযোধ্যায় পৌঁছে ভিড় সামাল দিতে শুরু করেন।
মুখ্যমন্ত্রীও এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং নির্দেশ দিয়েছেন মন্দির দর্শনে এসে কেউ যেন ফিরে না যান। পাশাপাশি আগামী ১০-১৫ দিনের জন্য অযোধ্যায় না আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে। বুধবারও পরিস্থিতি কমবেশি একই থাকবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।