Ayodhya Ram temple 22 January: ২২ জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট। ওইদিনই নির্মীয়মান রামমন্দিরে হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এ জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষমা করেছেন,রামমন্দিরের রামের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ২২ জানুয়ারি দেশব্যাপী সর্বস্তরের কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস ছুটি থাকবে।
পার্সোনেল, পাবলিক গ্রিভান্স ও পেনশন মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, 'অযোধ্যায় ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই অনুষ্ঠানে যাতে সরকারি কর্মীরা অংশগ্রহণ করতে পারে সেকথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২২ জানুয়ারি, সমস্ত ধরণের কেন্দ্রীয় সরকারি দফতর, দুপুর আড়াইটে পর্যন্ত খোলা থাকবে। তারপর বন্ধ হয়ে যাবে।' একটি সূত্র জানিয়েছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনে অংশ নেওয়ার জন্য কর্মচারীদের আবেগ, অনুভূতি এবং দাবির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- Ayodhya Ram Temple: রামমন্দিরের পুরোহিত হতে ২১ যুবকের নাগাড়ে লড়াই, হার মানবে যেকোনও কর্পোরেট নিয়োগ
অযোধ্যায় প্রাণ প্রতিস্থা অনুষ্ঠান দুনিয়ার কাছে হাজির করতে দূরদর্শন পুরোটা সরাসরি সম্প্রচারের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওই সম্প্রচার বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি দেখানো যেতে পারে। ভারত ও বিদেশের একাধিক জায়গাতেও বড় পর্দায় অযোধ্যা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে।
মন্দির উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আগেই মন্ত্রীদের কাছ থেকে মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আগেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ২২ জানুয়ারি সন্ধ্যায় দীপাবলি উদযাপন করার আর্জি জানিয়েছেন। ওই সন্ধ্যায় বাড়িতে বাড়িতেপ্রদীপ জ্বালানো এবং দরিদ্রদের খাবার বিতরণের অনুরোধও করা হয়েছে।