Supreme Court reserved its order on the issue of referring Ram Janmabhoomi-Babri Masjid title dispute case to court-appointed and monitored mediation for a “permanent solution”
Read @ANI Story | https://t.co/DzyiBTLeiP pic.twitter.com/rsCbsNBVP1
— ANI Digital (@ani_digital) March 6, 2019
আরও পড়ুন, অযোধ্যা: সুপ্রিম কোর্টের মধ্যস্থতা প্রস্তাব কী অর্থ বহনকারী?
মধ্যস্থতার মাধ্যমে জমি বিবাদ মেটাতে রাজি মুসলিম পিটিশনকারীরা। তাঁদের আইনজীবী রাজীব ধাওয়ান এদিন আদালতে জানান, ‘‘মধ্যস্থতার ব্যাপারে সহমত মুসলিম পিটিশনকারীরা।’’ অন্যদিকে, আইনজীবী রাম লালা বিরাজমান জানান, রাম জন্মভূমিতে মন্দির তৈরির জন্য মধ্যস্থতার প্রস্তাব আগেও দেওয়া হয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে। বরং মসজিদ তৈরির জন্য আলাদা জমি বরাদ্দ করা হোক।
প্রসঙ্গত, অযোধ্যা মামলায় তিন বিচারপতির লখনউ বেঞ্চ ২০১০ সালে ৩ অগাস্ট সব পক্ষের বক্তব্য শোনার পর মধ্যস্থতার পথে যাওয়ার চেষ্টা করেছিল। সমস্ত আইনজীবীদের চেম্বারে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁরা মিটমাট চান কিনা। এ প্রক্রিয়া সফল হয়নি, কারণ হিন্দু পক্ষ বলেছিল, এ প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
Read the full story in English