Advertisment

অযোধ্যা মামলা: মধ্যস্থতা নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট

অযোধ্যা মামলায় মধ্যস্থতার মাধ্যমে মেটানো যায় কিনা, তা নিয়ে আজও রায় দিল না সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে শীর্ষ আদালত জানায়, ‘‘আমরা এ নিয়ে শীঘ্রই রায় দিতে চাই।’’

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অযোধ্যা মামলায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে মেটানো যায় কিনা, সে নিয়ে আজও কোনও রায় দিল না সুপ্রিম কোর্ট। বুধবার এ মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মধ্যস্থতাকারীদের নাম ঠিক করার প্রস্তাব দেন আবেদনকারীদের। মধ্যস্থতার প্যানেলে কারা থাকছেন, সে ব্যাপারে ঠিক করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানায়, ‘‘আমরা এ নিয়ে শীঘ্রই রায় দিতে চাই।’’

Advertisment

আরও পড়ুন, অযোধ্যা: সুপ্রিম কোর্টের মধ্যস্থতা প্রস্তাব কী অর্থ বহনকারী?

মধ্যস্থতার মাধ্যমে জমি বিবাদ মেটাতে রাজি মুসলিম পিটিশনকারীরা। তাঁদের আইনজীবী রাজীব ধাওয়ান এদিন আদালতে জানান, ‘‘মধ্যস্থতার ব্যাপারে সহমত মুসলিম পিটিশনকারীরা।’’ অন্যদিকে, আইনজীবী রাম লালা বিরাজমান জানান, রাম জন্মভূমিতে মন্দির তৈরির জন্য মধ্যস্থতার প্রস্তাব আগেও দেওয়া হয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে। বরং মসজিদ তৈরির জন্য আলাদা জমি বরাদ্দ করা হোক।

প্রসঙ্গত, অযোধ্যা মামলায় তিন বিচারপতির লখনউ বেঞ্চ ২০১০ সালে ৩ অগাস্ট সব পক্ষের বক্তব্য শোনার পর মধ্যস্থতার পথে যাওয়ার চেষ্টা করেছিল। সমস্ত আইনজীবীদের চেম্বারে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁরা মিটমাট চান কিনা। এ প্রক্রিয়া সফল হয়নি, কারণ হিন্দু পক্ষ বলেছিল, এ প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

Read the full story in English

Ram Temple supreme court Ayodhya
Advertisment