ভিত পুজোর পর প্রস্তুতি চলছে জোর কদমে। ১৫ অক্টোবর থেকেই শুরু হবে মন্দির নির্মাণের কাজ। আগামী বছর মার্চের মধ্যেই প্রস্তাবিত নির্মাণের ২০০ গভীরে ১২০০ স্তম্ভ (পিলার) বসানোর কাজ শেষ করতে চায় রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। মন্দিরের প্রথম তলার কাজ ২০২২ সালের মধ্যে সম্পূর্ণ করতে মরিয়া কর্তৃপক্ষ।
নির্মাণের ভার ধরে রাখার ক্ষমতা এইসব পিলারের রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞ দল মাটি ও মিশ্রণের নমুনা সংগ্রহ করেছে।
রামজন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সদস্য অনিল মিশ্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, পর্যায় ভিত্তিকভাবে ট্রাস্ট মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করতে সচেষ্ট। সম্পূর্ণ মন্দির নির্মাণের কাজটি ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ট্রাস্টের সদস্য অনিল মিশ্রের কথায়, 'পিলার স্থাপণের কাজ অক্টোবরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যা আগামী বছর মার্চের মধ্যে শেষ করব। সেই কাজ ঠিকমত হলে তার উপর ৬ ফুট উঁচু মঞ্চ হবে। যার উপর মন্দিরটি দাঁড়াবে। মন্দিরের প্রথম তলার কাজ ২০২২ সালের মধ্যে করার লক্ষ্যমাত্রা রয়েছে। সবটাই নির্ভর কপরছে কাজের সফলতার উপর।' নিরাপত্তার কারণে পিলারগুলোর চারধারেও দেওয়াল থাকবে।
নির্মাণের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো চাইছে না ট্রাস্ট। আগামী হাজার বছর যাতে এই নির্মাণ অটুট থাকে সেই চিন্তাভাবনা করেই তা বানানো হচ্ছে।
অযোধ্যা উন্নয়ন পরিষদে ট্রাস্টের দেওয়া নকশা ও তথ্য অনুসারে, নির্মাণটি ১২,৮৭৯.৩০ স্কোয়ার মিটার বিস্তৃত। থাকবে ৩০ মিটার চওড়া রাস্তা। শুধু মন্দির গঠিত হবে ২,৬২৮.৫০ স্কোয়ার মিটারের উপর। মন্দিরের উচ্চতা হবে ৪৯.২৪ মিটার বা প্রায় ১৬১ ফুট।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন