/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/modi-1-3.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের সংস্কৃতি বৈচিত্রের মাঝে এক্য। আজ অযোধ্যা মামলার মতো গুরুত্বপূর্ণ রায়ের পর তার প্রমাণ ফের পাওয়া গেল। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'আজ এমন এক মামলার রায় হল যার দীর্ঘ দিনের ইতিহাস রয়েছে। দেশবাসীর ইচ্ছে ছিল অযোধ্যা মামলার রায় হোক। অবশেষে সেই রায় এসেছে। এতদিন বিশ্ব জানতো ভারত সব চেয়ে বড় গণতন্ত্রিক দেশ। কিন্তু, আজ বিশ্ব জানতে পারছে গণতন্ত্রের ভিত্তি কতটা শক্তিশালী।' বললেন প্রধানমন্ত্রী।
'এবার নয়া ভারতের সূচনা হবে। নতুন ভারত বিশ্ব জয় করবে। 'সব কা সাথ-সব কা বিকাশের' মাধ্যমেই হবে নিউ ইন্ডিয়ার সূচনা।' জানালেন প্রধানমন্ত্রী মোদী।
বিতর্কিত মামলার রায় ঘোষণা হয়েছে। আশঙ্কা ছিল দেশজুড়ে আশান্তির। কিন্তু, সেই পরিস্থিতির সৃষ্টি হয়নি। দেশবাসীর পরিণত চেতনার করেন প্রধানমন্ত্রী। বলেন, 'ন্যাচ বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার ফল মিলেছে।' এরপরই দেশকে আরও সুসংহত করতে ভারতীয়দের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: একনজরে বিতর্কিত অযোধ্যা মামলার সুপ্রিম রায়
#WATCH Prime Minister Narendra Modi: Supreme Court listened to all the sides during the hearings of this case with utmost patience & it is a matter of happiness for the entire country that the decision came with the consent of all. #AyodhyaJudgmentpic.twitter.com/kWiiA0ZHSq
— ANI (@ANI) November 9, 2019
জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বার্লিনের প্রাচীরে ভেঙার প্রসঙ্গ। তিনি বলেন'আজ ৯ নভেম্বর। এমন দিনেই বার্লিনের প্রাচীরে ভেঙে দেওয়া হয়েছিল। আজ ৯ নভেম্বর কর্তারপুর করিডর খুলে গেল। আজ অযোধ্যার রায় ঘোষণা হল। আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে চলার দিন। সব বিভেদ মুছে ফেলার দিন।'
Read the full story in Ennglish