দেশের প্রথম বৈদিক শিক্ষা পর্ষদের প্রধান হওয়ার দৌড়ে এগিয়েই ছিলেন বাবা রামদেবকে। শনিবার পর্ষদ প্রধানের আনুষ্ঠানিক নির্বাচনে বিচারকরা বাছলেন যোগ গুরুকেই।
৫ জন বিচারকের পছন্দকে স্বীকৃতি দিল মহর্ষি সন্দিপানি রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতিষ্ঠান (এমএসআরভিপি)। এমএসআরভিপি একটি স্বশাসিত সংস্থা। সংস্থার সর্বোচ্চ পদে রয়েছেন কেন্দ্রের যার দায়িত্বে রয়েছেন কেন্দ্রের মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর।
তিন বছর আগে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি রামদেবের বেসরকারি শিক্ষা পর্ষদ গঠনের আর্জি খারিজ করে দিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসই ১২ ফেব্রুয়ারি প্রথম জানায় কেন্দ্র তার অবস্থান পাল্টেছে। এমএসআরভিপি যদি এর মধ্যে আবেদন জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ায়, তবে তিনটি আবেদনকারী সংস্থার মধ্যে একটিকে বেছে নেবে নির্বাচন কমিটি। কোন সংস্থা সবরকম শর্ত পূরণ করতে পারছে তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমএসআরভিপি। পতঞ্জলি ছাড়া বাকি দুটি সংস্থা হল রিতনান্দ বলভেদ এডুকেশন ফাউন্ডেশন এবং পুনের মহারাষ্ট্র ইন্সটিটিউট অব টেকনোলজি।
আরও পড়ুন, ক্ষত বিক্ষত বন্দে ভারত, পাথর বৃষ্টিতে ভাঙল চালকের সামনের স্ক্রিন
তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সামনে। ন্যাশনাল বুক ট্রাস্ট- এর চেয়ারপার্সন গোবিন্দ শর্মা ছিলেন নির্বাচন কমিটির প্রধান। পতঞ্জলির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন আচার্য বালকৃষ্ণ।
বৈদিক শিক্ষা পর্ষদ একবার গঠিত হয়ে গেলে আর.এস.এস চালিত বিদ্যা ভারতী স্কুল, আর্য সমাজ চালিত গুরুকুল, হরিদ্বারের রামদেবের আবাসিক স্কুল আচার্যকুলমের মতো প্রতিষ্ঠানের সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। কারণ সিবিএসই এর অধীনে এই সমস্ত প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালানোর অনুমতি নেই।
সূত্রের খবর, পতঞ্জলির পক্ষ থেকে আচার্য বালকৃষ্ণ নির্বাচন কমিটিকে জানিয়েছে তাঁদের সংস্থা বৈদিক শিক্ষা পর্ষদের উন্নয়নের জন্য ২১ কোটি টাকা খরচ করতে প্রস্তুত তাঁরা। পর্ষদের সদর দফতরের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তাঁদের কাছে আছে বলে জানানো হয়েছে। বালকৃষ্ণ জানিয়েছেন হরিদ্বারে পর্ষদের সদর দফতর করার ইচ্ছে রয়েছে তাঁদের। সেই সঙ্গে বাবা রামদেবকে পর্ষদের চেয়ারম্যান।
আচার্য বালকৃষ্ণ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "আমরা ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে ভাবছি। শিক্ষা মানে কয়েকটা অক্ষর কিমবা হরফ শেখা নয়। পড়ুয়াকে ভারতের সংস্কৃতি, নীতিবোধ, মূল্যবোধ সম্পর্কে জানতে হবে। এই আদর্শের ওপর ভিত্তি করে আমরা আচার্যকূলম চালাই"।
Read the full story in English