ইজরায়েল যাবতীয় পরিষেবা বন্ধ করে দেওয়ায় গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা (বাংলা অর্থ আরোগ্য কেন্দ্র)-এ এক শিশুর মৃত্যু হল। পাশাপাশি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৪৫টি শিশু। গাজার শাসক পিএ-র স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, 'ইনকিউবেটরের ভিতরে একটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, সেখানে আরও ৪৫টি শিশু আছে।' ১৯৪৬ সালে এই হাসপাতাল তৈরি হয়। এতদিন এখানে তিনটি বিভাগের চিকিৎসা চলছিল। সেগুলো হল ১) সার্জিক্যাল, ২) ইন্টারনাল মেডিসিন, ৩) অবসটেট্রিক্স ও গাইনোকলজি।
তিনটি শিশুর পাশাপাশি, হাসপাতালের আইসিইউতে ভর্তি আরও একজনও মারা গিয়েছেন। হাসপাতাল কর্তপক্ষের দাবি, ইজরায়েল সেনা এই হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে। হাসপাতালে বিদ্যুৎ নেই। জ্বালানির অভাবে জেনারেটর বন্ধ। এরকম থাকলে আর কয়েক মিনিটের মধ্যে মৃত্যুমিছিল দেখা দেবে। এই হাসপাতালেই আশ্রয় নিয়েছে কয়েক হাজার গৃহহীন প্যালেস্তিনীয়। আর, ইজরায়েলের দাবি, হামাসের মূল ঘাঁটি এই হাসপাতাল। যা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি দেখে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস বলেছেন, যা চলছে সেটা একটা 'গণহত্যা'। অবিলম্বে 'ইজরায়েলি আগ্রাসন' বন্ধ করানোর জন্য তিনি আমেরিকার কাছে আহ্বান জানিয়েছেন।
গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে ফ্রান্সও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ এবং নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স হামাসের জঙ্গি কার্যকলাপের নিন্দা করছে। কিন্তু, তাই বলে ইজরায়েলের হামলাকেও সমর্থন করছে না। জবাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, 'আজ গাজায় হামাস যে অপরাধ করেছে, তা আগামিকাল প্যারিস, নিউইয়র্ক এবং বিশ্বের যে কোনও স্থানে ঘটবে।' বিশ্ব নেতাদের তাই ইজরায়েল নয়, হামাসের সমালোচনা করা উচিত। গাজায় ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ১১,০৭৮ জনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। এই ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান সৌদি আরবের রাজধানী রিয়াদে বলেছেন, গাজায় কয়েক ঘণ্টার নয়, স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। কারণ, ইজরায়েল গাজার শিশু ও মহিলাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবার ইজরায়েলের সঙ্গে যাবতীয় রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন- এথিক্স কমিটিতে কংগ্রেসের প্রণীতই টেনে ধরলেন মহুয়ার পা, কে তিনি?
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার বলেছেন, গাজা শব্দের নয়। কাজের জায়গা হওয়া উচিত। গাজা নিয়ে অযথা কথা বাড়িয়ে কোনও লাভ নেই। অবিলম্বে পদক্ষেপ করা দরকার। মার্চেই চিনের মধ্যস্থতায় ইরান আর সৌদি আরবের দীর্ঘ শত্রুতার অবসান ঘটেছে। তারপরে, মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছন ইরানের প্রেসিডেন্ট।