Advertisment

মিসাইল হামলা এড়িয়ে দ্বিতীয় দফায় দেশে ফিরল ২৩৫ জন, যুদ্ধের স্মৃতি বুকে আঁকড়ে মুখে তৃপ্তির হাসি    

ইজরায়েল থেকে ২৩৫ জন ভারতীয়কে উড়িয়ে আনল মোদী সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Hamas,Israel,Operation Ajay, Operation Ajay Explained, What is Operation Ajay, Operation Ajay Second Batch, Operation Ajay of India, India Israel Evacuation Plan, India Israel Indians Evacuation Plan,,

ইজরায়েল থেকে ২৩৫ জন ভারতীয়কে উড়িয়ে আনল মোদী সরকার

দ্বিতীয় বিমানে ইজরায়েল থেকে ২৩৫ জন ভারতীয়’র নিরাপদ অবতরণ। চেহারায় আতঙ্কের মাঝেই দেখা গিয়েছে স্বস্তির হাসি।  ইজরায়েল থেকে ২৩৫ জন ভারতীয়দের নিয়ে নিরাপদে দিল্লি ফিরেছে বিশেষ বিমান।

Advertisment

ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে মোদী সরকার শুরু করেছে 'অপারেশন অজয়'।  এই অপারেশনের অধীনে দ্বিতীয় দফায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে ২৩৫ জনের একটি দল।

ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে সেখানে উপস্থিত ভারতীয় নাগরিকদের নিয়ে চিন্তিত মোদী সরকার। ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে 'অপারেশন অজয়' শুরু করেছে ভারত। এই অভিযানের আওতায় ইজরায়েল থেকে ভারতীয়দের নিয়ে দ্বিতীয় বিমান দিল্লি পৌঁছেছে। ২৩৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি বিশেষ বিমান দিল্লি এসে পৌঁছেছে। সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং।

ভারতীয় নাগরিকদের নিয়ে দ্বিতীয় ব্যাচের এই বিমানে দুই নবজাতক সহ ছিলেন মোট ২৩৫জন। শুক্রবার (১৩ অক্টোবর) তাদের নিরাপদে দিল্লিতে অবতরণ করানো হয়। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টায় বিমানটি ইজরায়েলের মাটি ছাড়ে।  এর একদিন আগে একটি বিশেষ বিমানের মাধ্যমে ২১২ ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভারত ‘অপারেশন অজয়’চালুর ​​ঘোষণা করেছে। এর উদ্দেশ্য ইজরায়েলে বসবাসরত ভারতীয়দের নিরাপদে দেশে প্রত্যাবর্তন। এই অপারেশনের মাধ্যমে ইজরায়েল থেকে শুধু সেই সব ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে, যারা সেখান থেকে আসতে ইচ্ছুক।

শনিবারও অভিযান চলবে

ইজরায়েলে ভারতীয় দূতাবাস জানিয়েছে যে শনিবার (১৪ অক্টোবর) ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছে, 'দূতাবাস আজ বিশেষ ফ্লাইটের জন্য নিবন্ধিত ভারতীয় নাগরিকদের পরবর্তী ব্যাচকে ইমেল করেছে।

ইজরায়েলে কতজন ভারতীয় বসবাস করেন?

ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা প্রায় ২০ হাজার। এর মধ্যে বেশিরভাগই ছাত্র, আইটি পেশাদার এবং হীরা ব্যবসায়ী। ভারতে ফিরিয়ে আনার খরচ সরকার নিজেই বহন করছে। গত এক সপ্তাহ ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।

Israel-Palestine clash
Advertisment