Advertisment

নাগাড়ে বৃষ্টি, জল থৈ-থৈ দিল্লি, বন্ধ স্কুল, জরুরি বৈঠকের ডাক কেজরিওয়ালের

আবহাওয়া দফতর সোমবারও দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
school holiday due to rain tomorrow,school closed due to rain tomorrow,holiday in punjab due to rain,schools in delhi closed due to rain,school closed due to rain,today rain,rain weather,rain delhi,tomorrow rain,rain news,rain weather today,the rain,rain in delhi,heavy rain

রাজধানীতে অবিরাম বৃষ্টির পর কেজরিওয়াল বৈঠক ডেকেছেন, যমুনার জলস্তর বৃদ্ধি নিয়ে আলোচনার জন্যই আজকের এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, অতীশি এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে যমুনা নদীর জলস্তর বৃদ্ধি নিয়েও আলোচনা হবে।

Advertisment

গত ৪০ বছরের সমস্ত রেকর্ড ছাড়িয়েছে বৃষ্টি। দিল্লিতে অবিরাম ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিস্তৃর্ণ অংশ এখন জলের তলায়। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বিকেলে পরিস্থিতি পর্যালোচনায় একটি জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, অতীশি এবং সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে যমুনা নদীর জলস্তর বৃদ্ধি নিয়েও আলোচনা হবে।

একই সময়ে, দিল্লিতে অবিরাম মুষলধারে বৃষ্টি এবং আবহাওয়া দফতরের সতর্কতার পরিপ্রেক্ষিতে, দিল্লি সরকার সোমবার এমসিডি, সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন যে দুদিন থেকে বৃষ্টির কারণে সমস্ত স্কুল একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করেই স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবহাওয়া দফতর সোমবারও দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। সকালে আকাশ মেঘলা থাকবে এবং বিকেলে রাজধানীর একাধিক অংশে ভারী থেকে ইতিভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আইএমডি। সেই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। একই সঙ্গে ১৫ জুলাই পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

rain delhi
Advertisment