Advertisment

চন্দ্রযান-৩-এর সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো ইসরোর বিজ্ঞানীদের, দেখুন ভিডিও

দুপুর ১টায় শুরু চন্দ্রযান-৩-এর কাউন্টডাউন

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan-3,Chandrayaan 3 mission,Chandrayaan-3 space mission,Chandrayaan-3 launch date,Chandrayaan-3 launch time

দুপুর ১টায় শুরু হবে চন্দ্রযান-৩-এর কাউন্টডাউন, আর তার আগেই তিরুপতি মন্দিরে পুজো করলেন ইসরো বিজ্ঞানীরা, দেখুন ভিডিও।

দুপুর ১টায় শুরু হবে চন্দ্রযান-৩-এর কাউন্টডাউন, আর তার আগেই তিরুপতি মন্দিরে পুজো করলেন ইসরো বিজ্ঞানীরা। দেখুন ভিডিও

Advertisment

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগে বৃহস্পতিবার সকালে তিরুপতি মন্দিরে পুজো দেন। আগামীকাল ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। যে বৈজ্ঞানিক দলটি মন্দিরে গিয়ে সাফল্য কামনা করে পুজো দিয়েছেন  তাদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ ছিলেন, বৃহস্পতিবার সকালে ইসরোর বিজ্ঞানীদের মন্দিরে পৌঁছানোর ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মন্দিরে পুজো দেওয়ার পর, ইসরো বিজ্ঞানীদের দল বলেন, “আমাদের মিশন চন্দ্রযান-৩ ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগে, ইসরো প্রধান এস সোমনাথও প্রার্থনা করতে মন্দিরে পৌঁছেছেন। তিনি বলেন, "ভারত ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে তার তৃতীয় চন্দ্র অভিযান 'চন্দ্রযান-৩' উৎক্ষেপণের জন্য প্রস্তুত। আমি প্রার্থনা করি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় এবং এটি ২৩ আগস্টের পর যে কোন দিন চাঁদে অবতরণ করবে’।

এর আগে, ISRO বুধবার চন্দ্রযান-৩ মিশনের জন্য 'মিশন রেডিনেস রিভিউ' (MRR) সম্পন্ন করেছে। জাতীয় মহাকাশ সংস্থা একটি টুইটে বলেছে, '(MRR) বোর্ড উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে কাউন্টডাউন শুরু হবে। মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই সপ্তাহে চন্দ্রযান-৩ মিশনের পুরো উৎক্ষেপণের প্রস্তুতি ও প্রক্রিয়ার ২৪ ঘণ্টার 'লঞ্চ রিহার্সাল'ও করেছে। এই মিশনটি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে ভারতকে চাঁদে সফট ল্যান্ড করার জন্য বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পরিণত করবে। ISRO আধিকারিকদের মতে, চন্দ্রযান-৩ মিশন হল চন্দ্রযান-২-এর পরবর্তী পর্যায়, চন্দ্রযান-৩ অবতরণ করবে এবং পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

ISRO
Advertisment