Advertisment

Badlapur Incident: স্কুলে ২ শিশুকন্যাকে যৌন নির্যাতন, প্রতিবাদে উত্তাল রাজ্য, বন্ধ ইন্টারনেট

তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন স্থানীয় জনগণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Badlapur Crime News:

তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন স্থানীয় জনগণ।

Badlapur Incident: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় যখন উত্তাল দেশ ঠিক তখনই থানের বদলাপুরের এক খ্যাতনামা স্কুলে চার বছর বয়সী দুই শিশুকন্যার উপর যৌন অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় । জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট। যখন ২৩ বছর বয়সী এক অভিযুক্ত স্কুলের ওয়াশরুমে তিন ও চার বছর বয়সী দুই নিষ্পাপ শিশুকন্যাকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিরোধীরা।

Advertisment

১৬ অগাস্ট থানের বদলাপুরে একটি খ্যাতনামা স্কুলের ওয়াশরুমে দুই শিশুকন্যার যৌন নির্যাতনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ১৭ আগস্ট এই মর্মে দুই শিশুকন্যার পরিবার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দুই নির্যাতিতার মধ্যে একজন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তদন্তের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন ওই শিশুকন্যা যৌন নিপীড়নের শিকার। এরপরই সামনে আসে আরও এক শিশুকন্যাকে একই সঙ্গে যৌন নির্যাতন করে মূল অভিযুক্ত।

নির্যাতিতা দুই শিশুকন্যার অভিযোগের ভিত্তিতে, পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্ত বছর ২৩-র অক্ষয় শিন্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ । বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় তদন্তে গাফিলতি প্রকাশ্যে আসায় হাজার হাজার জনতা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের সামিল হন। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে উত্তেজিত জনতা।

RG Kar Rape and Murder: < RG Kar Incident: মনে জোর বাড়িয়েছে সুপ্রিম কোর্ট, রাজ্যবাসীকে বিশেষ আর্জি নির্যাতিতার মায়ের >

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এই বিষয়ে তদন্ত করার জন্য এসআইটি গঠন করা হয়েছে। শিন্ডে আরও বলেছেন সরকার বদলাপুরের যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে। তিনি বলেন, এ ঘটনায় কোনো অপরাধীকে রেয়াত করা হবে না।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক মহিলা আইপিএস অফিসারের নেতৃত্বে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়টি তদন্ত করার জন্য সরকার আইপিএস অফিসার আরতি সিংকে নিয়োগ করেছে। তিনি আরও বলেন, "আমাদের চেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত করা সেই সঙ্গে চার্জশিট দাখিল করা" দেবেন্দ্র ফড়নবিশ বিরোধী দলগুলিকে এমন সংবেদনশীল বিষয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। তিনি এনসিপি সভাপতি সুপ্রিয়া সুলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে এই ঘটনায় রাজনীতি করার অভিযোগ এনে সমালোচনা করেছেন। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে বিরোধীরা এ ধরনের ঘটনার রাজনৈতিক ফায়দা নিতে চায়।

তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন স্থানীয় জনগণ। তাদের দাবি মেনে শিন্ডে সরকার এক সিনিয়র পুলিশ ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর এবং একজন হেড কনস্টেবল সহ তিন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। পাশাপাশি স্কুলের অধ্যক্ষ ও বেশ কয়েকজন কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় 500 বিক্ষোভকারীর বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বদলাপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি), সুধাকর পাথারে বলেছেন, গ্রেফতারকৃত সন্দেহভাজনদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের আঘাত করা ইত্যাদির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুজব যাতে না ছড়ায় সেজন্য মঙ্গলবার সন্ধ্যা থেকে বদলাপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বুধবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মঙ্গলবার সন্ধায় পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিনিয়র অফিসার সহ এক ডজনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন।

mumbai Eknath Shinde Sexual harassment
Advertisment