/indian-express-bangla/media/media_files/2025/02/28/8dojyYRhbWKph9FC430k.jpg)
ভয়াবহ তুষারধস, বরফের চাদরে চাপা পড়ে নিখোঁজ তিন ডজনের বেশি শ্রমিক Photograph: (ফাইল চিত্র)
Badrinath Glacier Burst: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস! ৫৭ শ্রমিককে উদ্ধারে প্রাণপাত সেনাবাহিনীর।
উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা চামোলির মানা গ্রামে ভয়াবহ তুষারধসে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন। আইটিবিপি এবং বিআরও শ্রমিকদের উদ্ধারে কাজ করে চলেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেনা বাহিনীর জওয়ানরা। একই সঙ্গে এই প্রশ্নও সামনে এসেছে আবহাওয়া বিভাগ তুষারপাতের সতর্কতা জারি করার পরও কেন সংস্থা কেন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেনি?
বর্ডার রোডস অর্গানাইজেশন ক্যাম্পের কাছে তুষারধসের কারণে চাপা পড়া ১৫ জন শ্রমিককে বিকেল নাগাদ উদ্ধার করা হয়েছে, যদিও অনেক শ্রমিক এখনও বরফের নিচে চাপা পড়ে আছেন বলেই উদ্ধারকারীদের ধারণা । তাদের উদ্ধারের জন্য চলছে অভিযান চলছে। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
বৃহস্পতিবার থেকে চামোলি জেলায় বৃষ্টি ও তুষারপাতের পরিপ্রেক্ষিতে, জেলা শাসক সন্দীপ তিওয়ারি আইআরএস কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আবহাওয়া বিভাগ ২৮শে ফেব্রুয়ারি ওই অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছিল।
Uttarakhand | Police Headquarters spokesperson IG Nilesh Anand Bharne tells ANI, "A massive avalanche has occurred near the Border Roads Organisation camp in the border area of Mana in which 57 workers engaged in road construction have been trapped. Out of these workers, 10… pic.twitter.com/5A6e1V7ncQ
— ANI (@ANI) February 28, 2025
এসডিআরএফের আইজি রিধিম আগরওয়াল জানিয়েছেন, মানা গ্রামের কাছে তুষারধসের ঘটনায় ৪২ জন এখনও নিখোঁজ রয়েছেন। SDRF-এর একটি দল যোশীমঠ থেকে রওনা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে রাস্তা খোলার প্রক্রিয়া চলছে।