/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/delhi-cisf-759.jpg)
দিল্লি বিমানবন্দরে কালো ব্যাগ ঘিরে আতঙ্ক। ছবি: টুইটার।
দিল্লি বিমানবন্দরে নাশকতার ছক? বিমানবন্দর চত্বরে কালো ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দর থেকে উদ্ধার হয় একটি কালো রঙের ব্যাগ। ওই ব্যাগে আরডিএক্স রাখা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কয়েকঘণ্টার জন্য বিমানবন্দরে যাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়।
বৃহস্পতিবার রাত ১টা নাগাদ প্রথমে কালো ব্যাগটি দেখতে পান সিআইএসএফ কনস্টেবল ভি কে সিং। ব্যাগ পরীক্ষা করার সময় এক ধরনের সিগন্যাল দেখতে পান রক্ষীরা। এরপরই আশঙ্কা করা হয় যে ওই ব্যাগে আরডিএক্স থাকতে পারে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জোরকদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের টার্গেট লিস্টের বেশিরভাগই ভারতের মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও অধ্যাপক
Delhi: Security tightened at Terminal 3 of Indira Gandhi International Airport after a suspicious bag was spotted in the Airport premises. pic.twitter.com/7CkuNqJbCs
— ANI (@ANI) November 1, 2019
তবে কী ধরনের বিস্ফোরক রাখা থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ১২ ঘণ্টা পর ওই কনটেন্টটি ঠিক কী, সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এ প্রসঙ্গে বিমানবন্দরে ডিসিপি সঞ্জয় ভাটিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘সিআইএসএফের সাহায্যে ব্যাগটি অন্যত্র সরানো হয়েছে। এখনও খোলা হয়নি ব্যাগটি। মনে করা হচ্ছে, ব্যাগের মধ্যে কিছু বৈদুত্যিক তার রয়েছে। বিমানবন্দর চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে’’। ইতিমধ্যেই এ ঘটনায় সিআইএসএফ ও দিল্লি পুলিশের তরফে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। ভোর সাড়ে ৩টের পর বিমানবন্দরে যাত্রীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us