Advertisment

বাগদাদের গ্রিনজোনে ফের রকেট হামলা, নিশানায় মার্কিন দূতাবাস

সোলেইমানি হত্যার জবাব দিতে গত ৮ জানুয়ারি বাগদাদের এই গ্রিনজোনেই মার্কিন দূতাবাসের কাছে মিসাইল হামলা চালায় তেহরান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইরাকের বাগদাদের গ্রিনজোন লক্ষ্য করে ফের উড়ে এল রকেট।

উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরাকের বাগদাদের গ্রিনজোন লক্ষ্য করে ফের উড়ে এল রকেট। রাজধানীর মার্কিন দূতাবাসের কাছে কাত্যুশা রকেট উড়ে আসে বলে জানিয়েছে ইরাকের পুলিশ।

Advertisment

সংবাদ সংস্থা রয়টার্সের খবর, মোট তিনটি রকেট বাগদাদের বাইরে জাফরানিয়া প্রদেশ থেকে নিক্ষেপ করা হয়। এর মধ্যে দু'টি রকেট বাগদাদের গ্রিনজোন এলাকার মার্কিন দূতাবাসের কাছে এসে পড়ে। বাগদাদের এই ভিআইপি জোনেই রয়েছে মার্কিন সহ বিভিন্ন দেশের দূতাবাস। তবে এদিনের ঘটনায় হতাহতের খবর এখনও অজানা।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় খতম ৮০ মার্কিন সন্ত্রাসবাদী, দাবি তেহরানের

গত ৮ই জানুয়ারি বাগদাদের এই গ্রিনজোনেই মার্কিন দূতাবাসের কাছে মিসাইল হামলা হয়েছিল। ইরাকের আলা আসাদ ও ইরবিলে মার্কিন সেনা ও যৌথবাহিনীর দু'টি সেনাঘাঁটি লক্ষ্য করে পর পর উড়ে আসে মিসাইল। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হানায় ছিন্নভিন্ন হয়েছিলেন ইরানের সর্বোচ্চ সামরিক নেতা তথা রেভোলিউশনারি গার্ড কোরের কুদস কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। তার পর থেকেই হুমকি, পাল্টা হুমকিতে যুদ্ধং দেহি মনোভাব দুই দেশেরই। ট্রাম্পের দেশকে প্রত্যাঘাতের হুমকি দেয় ইরান। জবাবে তেহরানের শিল্প-সংস্কৃতি ও ঐতিহাসিক প্রেক্ষিতে গুরুত্ববাহী ৫২ জায়গা উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তারই মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে দু'বার মিসাইল হামলা করে ইরান।

এই হামলায় ৮০ জন ‘মার্কিন জঙ্গি’খতম হয়েছে বলে দাবি করেছিল ইরান। যদিও আমেরিকার তরফে জানানো হয়, এই হামলায় একজন মার্কিন সেনারও মৃত্যু হয়নি। বরং পরিস্থিতি স্বাভাবিকই ছিল বলে ঘোষণা করেছিল ওয়াশিংটন।

Read  the full story in English

International news
Advertisment