Gujrat Bajrang Dal: কামসূত্রে ভগবান শ্রীকৃষ্ণের অবস্থানকে আপত্তিজনক ভাবে তুলে ধরা হয়েছে। এই অভিযোগে কামসুত্রের একাধিক কপি পোড়াল বজরং দল। শনিবারের এই ঘটনায় আমদাবাদে চাঞ্চল্য। জানা গিয়েছে, সেদিন সন্ধ্যার পর সরখেজ-গান্ধিনগর সড়কের ধারে অবস্থিত রাজপথ ক্লাব লাগোয়া একটি জনপ্রিয় বুকস্টোরে হামলা চালায় এই হিন্দুত্ববাদী সংগঠন। এরপরেই খুঁজে খুঁজে কামসূত্রের একাধিক কপি দোকানের বাইরে নিয়ে গিয়ে পোড়াতে শুরু করে তারা।
এই প্রসঙ্গে বজরং দলের এক কর্মী জ্বলিত মেহেতা বলেন, ‘বই পুড়িয়ে আমরা সব বই বিক্রেতাদের বার্তা দিলাম। হিন্দু ভাবাবেগে আঘাত লাগে এমন কোন বই কোনও বুকস্টোরে রাখা যাবে না। আমাদের কাছে অভিযোগ এসেছিল একটা বইয়ের দোকানে শ্রী কৃষ্ণকে অশ্লীল ভাবে এক বইতে দেখানো হয়েছে। আমরা সেই দোকানে গিয়ে দেখতে পাই উৎসব ভট্টাচার্যের অঙ্কনে ভগবান কৃষ্ণ এবং রাধাকে অশ্লীল অবস্থায় তুলে ধরা হয়েছে।‘
যদিও এই ঘটনার পর সেই বুকস্টোর কতৃপক্ষ এবং বজরং দলের কেউই পুলিশের দ্বারস্থ হয়নি। তবে ঘটনা প্রসঙ্গে সেই বুকস্টোর কতৃপক্ষের মন্তব্য, ‘আমরা কী নিয়ে প্রতিবাদ জানি। আমাদের একটা শাখার বাইরে বিক্ষোভ হয়েছে। তবে আমাদের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়নি। সেই বই আমাদের সব শাখা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন