Attacks On Pak Army : ভয়ঙ্কর আত্মঘাতী হামলা, ছিন্ন ভিন্ন একাধিক সেনার দেহ, ৯০ মৃত্যুর বিরাট দাবি

Attacks On Pak Army : পাক মিডিয়া জানিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলায় ৭ সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।

Attacks On Pak Army : পাক মিডিয়া জানিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলায় ৭ সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
pak hamla - pakistan terrorism

পাক সেনার উপর ভয়ঙ্কর হামলা Photograph: ( ফাইল)

Attacks On Pak Army 90 dead: জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান আর্মির উপর ভয়াবহ হলে। লরবিবার (১৬ মার্চ) বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে হামলায় কমপক্ষে ৯০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। 

Advertisment

দ্য বেলুচিস্তান পোস্টের রিপোর্ট অনুসারে রবিবার সকালে বালোচিস্তানের রাজধানী শহর কোয়েটা থেকে তাফতানের উদ্দেশে যাচ্ছিল এই সেনা কনভয়। সে সময়েই কনভয়ে হামলা চালায় বালোচ জঙ্গিরা। তাদের দাবি, ৯০ জনকে হত্যা করেছে তারা। তবে পাক প্রশাসন সূত্রে খবর, এই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত ২১ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরসিডি হাইওয়েতে সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটে।প্রথমে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং তারপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। এই হামলার পর তড়িঘড়ি অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা গেছে, এবং হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর ৮টি গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল: বিএলএ

Advertisment

পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের উপর হামলার দায়িত্ব স্বীকার করে বিএলএ-এর মুখপাত্র জিয়ান্দ বালুচ বলেন, “কয়েক ঘন্টা আগে বিএলএ-এর আত্মঘাতী শাখা পাকিস্তান সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। এই কনভয়টিতে আটটি বাস ছিল, যার মধ্যে একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।

বিএলএ দাবি করেছে যে এই হামলায় ৯০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাক মিডিয়া জানিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলায় ৭ সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে। 

১২ মার্চ, বিএলএ কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে। এই ট্রেনে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। সংগঠনটি পাকিস্তান সরকারের কাছে বেলুচ নেতাদের মুক্তি এবং বেলুচিস্তান থেকে পাকিস্তানি কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছিল। এর জন্য, বিএলএ শাহবাজ সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী বন্দীদের মুক্তির অভিযান শুরু করে এবং প্রায় ৩০ ঘন্টা পর পাক সেনা দাবি করে যে তারা সমস্ত বন্দীদের মুক্ত করে আনতে সক্ষম হয়েছে। এর সাথে জড়িত ৩৩ জন বালুচ যোদ্ধাকে হত্যা করেছে।

army pakistan