Islampur Deaths: বনধকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ইসলামুপর। কোনও বেসকারি বাস নামেনি রাস্তায়। সকালে কিছু সরকারি বাসের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই বাসগুলোও উধাও হয়ে যায়। উত্তেজনাও বাড়তে থাকে ক্রমশ। ইসলামপুরের বুক চিঁড়ে গিয়েছে এন এইচ ৩১। এই রাস্তার সংলগ্ন বিহারী মোড়, কলেজ মোড়ে তীর ঝনুক দিয়ে পথ আটকানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। দফায় দফায় চলে পছ অবরোধ। বনধের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আট জনকে, জানিয়েছেন আইজি আনন্দ কুমার সাহা।
আজ সকাল থেকেই উত্তপ্ত ইসলামপুর
Bandh in West Bengal Islampur: ছবি: জয়প্রকাশ দাস
পরিস্থিতি এতটাই জটিল হয় যে বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি আগুন নেভাতে ঘটনাস্থলে আসতে হয় দমকলকে। ওদিকে আইজি আনন্দ কুমার সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে ইসলামপুরে। কয়েকটি সরকারি বাসে পর পর আগুন লাগানো হয়েছে। ইসলামপুরে আইজির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
আরও পড়ুন, Bangla Bandh Live Updates: বিক্ষিপ্ত গণ্ডগোল, শহরের জনজীবন স্বাভাবিক
ইসলামপুরে কার্যত স্তব্ধ জনজীবন। স্কুল- কলেজ, দোকানপাট সবই বন্ধ সকাল থেকে। বিজেপির অভিযোগ মনীন্দ্র বিশ্বাস নামে তাদের এক কর্মার পায়ে গুলি চালিয়েছে পুলিশ। যদিও পুলিশের আইজি এই ঘটনার সত্যতা স্বীকার করেননি। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ইসলামপুরকে। প্রসঙ্গত,দাড়িভিটার দুই ছাত্র গুলিতে মারা যাওয়ার ঘটনায় বাংলা বনধ ডেকেছে বিজেপি।